Friday, May 23, 2025

বাগানে কি চুক্তি বাড়ছে মোলিনার, ইস্টবেঙ্গলে কি থাকছেন অস্কার? একনজরে ইস্ট-মোহনের খবর

Date:

Share post:

পরপর লিগ-শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। অপর দিকে ২০২৪-২৫ আইএসএলেও নিজেদের মেলে ধরতে পারেনি ইস্টবেঙ্গল এফসি। পারফরম্যান্সে দুই প্রধান দুই মেরুতে। আইএসএল লিগ-শিল্ড জয়ী কোচ হিসেবে জোসে ফ্রান্সিসকো মোলিনার চুক্তি নবীকরণ হওয়াটাই স্বাভাবিক। যাবতীয় আশঙ্কা উড়িয়ে ম্যান ম্যানেজমেন্টে লেটার মার্কস পেয়ে উত্তীর্ণ স্পেন ফুটবল ফেডারেশনের প্রাক্তন স্পোর্টিং ডিরেক্টর। একটা তারকাখচিত দলকে একসূত্রে গাঁথার কাজটা নিপুণভাবে করেছেন মোলিনা।

অপরদিকে ইস্টবেঙ্গল আরও একবার দেশের সর্বোচ্চ লিগে আঁধারে ডুবলেও কোচ অস্কার ব্রুজোর উপর আস্থা রাখছে ক্লাব। কারণ, আইএসএলে শুরুতেই হারের ডাবল হ্যাটট্রিকের ধাক্কায় কোমায় চলে যাওয়া দলটিকে জীবনদায়ী ওষুধে জাগিয়ে তুলেছিলেন যিনি, যাঁর কোচিং ও মেন্টরশিপে দলটা ঘুরে দাঁড়িয়ে পরের ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লাস্ট বয় থেকে ন’নম্বরে লিগ শেষ করেছে, সেই অস্কারের উপর ভরসা রাখা ছাড়া উপায় নেই লাল-হলুদ ম্যানেজমেন্টের। সূত্রের খবর, অস্কারের সঙ্গে ইতিমধ্যেই ২০২৫-২৬ মরশুমের জন্য চুক্তি সেরে ফেলেছে ক্লাব।

মোলিনার সঙ্গে অবশ্য এখনও নতুন চুক্তি করেনি মোহনবাগান। ম্যানেজমেন্টের প্রাথমিক সিদ্ধান্ত, বড় কোনও অঘটন না ঘটলে স্প্যানিশ কোচের চুক্তি বাড়ছে। লিগ-শিল্ড জয়ের পর আইএসএল কাপ জয়ের লক্ষ্যে মোলিনা ব্রিগেড। সস্ত্রীক ভিয়েতনামে ছুটি কাটাচ্ছেন মোলিনা। দেশি-বিদেশি ফুটবলাররাও ছুটিতে। ১৮ মার্চ দ্বিমুকুট জয়ের লক্ষ্যে অনুশীলন শুরু করবে মোহনবাগান। সব কিছু ঠিক থাকলে সুপার কাপের আগেই কোচের সঙ্গে আলোচনায় বসবেন ফুটবল টিমের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। এরপরই নতুন চুক্তি হবে।

আইএসএলের পর ইস্টবেঙ্গলের স্বপ্নভঙ্গ হয়েছে এএফসি চ্যালেঞ্জ লিগেও। কোচকে নিয়ে স্বস্তির মধ্যেও কয়েকজন ফুটবলারের পারফরম্যান্স চিন্তায় রাখছে লাল-হলুদ ম্যানেজমেন্টকে। যাঁদের মধ্যে অন্যতম রিচার্ড সেলিস। কুঁচকির চোট নিয়ে এখানে এসেছেন। পারফরম্যান্সে ধারাবাহিকতা নেই। সুপার কাপে সেলিস, ক্লেটন, হেক্টর, নিশু, নন্দদের চূড়ান্ত পরীক্ষা হতে চলেছে।

আরও পড়ুন- জল্পনার অবসান, দিল্লি নতুন নেতা অক্ষর, দায়িত্ব পেয়ে কী বললেন তিনি ?

spot_img

Related articles

বাংলার কনিষ্ঠ অঙ্গদাতা হয়ে ইতিহাস গড়ল ১২ বছরের উমাঙ্গ! 

'জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর'—এই প্রবাদকে সত্যি প্রমাণ করল কলকাতার এক ১২ বছরের কিশোর,...

চিপস চুরির অপবাদ! অপমানে আত্মঘাতী ছাত্র, উত্তাল পাঁশকুড়া

চিপস চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী হল পাঁশকুড়ার এক সপ্তম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায়...

নির্বাচন ঘিরে একগুচ্ছ প্রতিশ্রুতি দেবাশিসের নেতৃত্বাধীন শাসক গোষ্ঠীর

বেশ কয়েকদিন আগেই ইস্তেহার প্রকাশ করেছিল মোহনবাগানে(Mohunbagan) এই মুহূর্তে বিরোধি গোষ্ঠী। সৃঞ্জয় বোসরা(Srinjoy Bose) সেখানে নানান প্রতিশ্রুতির কথা...

অনুমতি ছাড়া কর আদায় নয়! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, জারি নির্দেশিকাও 

ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কোনও রকম সরকারি অনুমতি ছাড়া কর আদায় বন্ধ করতে কড়া নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা...