Monday, January 12, 2026

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

Date:

Share post:

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল কংগ্রেসের শহিদতর্পণ কর্মসূচি। শনিবারের পর রবিবার ছিল এই কর্মসূচির দ্বিতীয় দিন। রাজ্যের শহর থেকে গ্রাম, পঞ্চায়েত থেকে পুরসভা— সর্বত্রই সম্পূর্ণ মর্যাদায় সেনা-সম্মান ও শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন তৃণমূল নেতাকর্মীরা।

এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল, পথসভা ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। শুধু দলীয় নেতা-কর্মীরাই নন, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই অনুষ্ঠানে। কলকাতার উত্তরে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও ব্রাত্য বসু, দক্ষিণে একাধিক মন্ত্রী ও বিধায়ক বিভিন্ন এলাকায় মিছিল করেন। হাওড়ায় মন্ত্রী অরূপ রায় বালিতে কৈলাস মিশ্রের নেতৃত্বে বড়সড় মিছিল হয়। বসিরহাটে বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেনা-সম্মান যাত্রা হয়। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় অংশ নেন বিধায়ক হুমায়ুন কবীর।

পিংলা ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জাতীয় পতাকা হাতে সেনাদের শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি শেখ সবেরাতি ও যুব নেতা মানিক খান। বীরভূমের লাভপুরে বিধায়ক অভিজিৎ সিংহের নেতৃত্বেও মিছিল হয়।

এর আগে শনিবার কলকাতায় মন্ত্রীদের নেতৃত্বে মিছিল করেন শশী পাঁজা, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, বৈশ্বানর চট্টোপাধ্যায় প্রমুখ। কলকাতা, বিধাননগর, হাওড়া, উত্তরবঙ্গের প্রতিটি জেলা ও ব্লকে কর্মসূচি পালিত হয়েছে।

এই কর্মসূচির প্রেক্ষিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “পহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে নিরীহ ভারতীয়দের হত্যার ঘটনার পর অপারেশন সিঁদুরে যে বীর সেনারা শহিদ হয়েছেন, তাঁদের আত্মবলিদানকে সম্মান জানাতেই এই কর্মসূচির আয়োজন।” তৃণমূলের এই কর্মসূচি রাজ্যের রাজনৈতিক পরিসরে এক নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন – প্রস্তুতি তুঙ্গে! সোমে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...