স্বাস্থ্যের উন্নতি হচ্ছে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay)। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ চিকিৎসাধীন তিনি। সূত্রের খবর, শনিবার রাতে তাঁকে আইসিইউ থেকে সরিয়ে সাধারণ বেডে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন অভিজিতের ভাই ও ভাইয়ের স্ত্রী।

গত সপ্তাহে জিআই সিপসিসের সমস্যা নিয়ে কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। সেখান থেকে শারীরিক অবস্থার উন্নতির জন্য তাঁকে দিল্লির এমসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁর পরিবার ও বিজেপি নেতৃত্ব। শুক্রবার এয়ার অ্যাম্বুল্যান্সে তাঁকে দিল্লি আনা হয়।

এছাড়াও দিল্লিতে রয়েছেন অভিজিতের ভাইপো এবং তাঁর ব্যক্তিগত সহায়ক (পিএ)। সব রকম সহযোগিতার জন্য প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীকে দিল্লিতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : শারীরিক পরিস্থিতির অবনতি, সঙ্কটজনক অভিজিৎকে এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হল দিল্লি AIIMS-এ

–

–

–

–

–

–

–
–
–
–
–