Sunday, November 16, 2025

দেবের প্রচার কৌশলকেই অনুসরণ করতে হচ্ছে বাকিদের, মুচকি হাসি মেগাস্টারের

Date:

Share post:

মুম্বই থেকে আসা, ঠিকমতো বাংলা বলতে না পারা ছেলেটাকে আজ নকল করছে গোটা বাংলা ইন্ডাস্ট্রি, সাফল্যের আর কী সংজ্ঞা হতে পারে, প্রশ্ন মেগাস্টার দেবের (Dev) অনুরাগীদের। প্রতিবেদনের শুরুতে এমন একটা কথা বলার কারণটা বিনোদনপ্রেমী এবং এই জগতের সঙ্গে যুক্ত সকলের কাছে ভীষণভাবে বোধগম্য। আসন্ন শারদীয়ায় মুক্তি পেতে চলেছে বড় চারটে বাংলা ছবি। যার মধ্যে প্রচারের শিরোনামি অবশ্যই দেব (Dev) প্রযোজিত অভিনীত ‘রঘু ডাকাত'(Raghu Dakat)। এই সিনেমার প্রচারে আপাতত জেলায় জেলায় সফর করতে দেখা যাচ্ছে পুরো ইউনিটকে। সেখানে মেগাস্টারের সঙ্গে অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), সোহিনী সরকার (Sohini Sarkar), ইধিকা পাল (Idhika Paul), পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়-সহ মিউজিক টিমের সকলেও রয়েছেন। তবে আলোচনা সেটা নয়। আসলে দেবের (Dev) এই প্রমোশনের স্ট্র্যাটেজিকে নকল করছে বাকি সিনেমাগুলোও। এখান থেকেই যত চর্চা শুরু।

গত ডিসেম্বরে মুক্তি পায় দেব- যিশু অভিনীত ‘খাদান’ (Khadaan)। ছবির বক্স অফিস সাফল্য প্রশ্নাতীত। এই ছবির প্রচারে একটা অদ্ভুত চমক দিয়েছিলেন অভিনেতা। দেব (Dev) তাঁর গোটা টিমকে নিয়ে বাসে করে বাংলার সব জেলায় পৌঁছে গেছিলেন। সেখানে সাধারণ মানুষের সঙ্গে মিশে খোলা আকাশের নীচে চুটিয়ে ছবির প্রমোশন করেছেন। স্ট্যাটেজি যে পুরোপুরি সফল সে সবার জানা। রঘু ডাকাতের ক্ষেত্রেও ঠিক একই পরিকল্পনা করেছেন মেগাস্টার। মালদহ, বালুরঘাট, রায়গঞ্জ, শিলিগুড়ির পর বৃহস্পতিবার হাওড়াতে চলছে ‘রঘু’দেবের ক্রেজ।

তবে লক্ষ্য করার মতো বিষয় হলো, উইন্ডোজ প্রোডাকশন হাউজের ছবি ‘রক্তবীজ টু’ (Raktabeej 2) এবং শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’ও (Devi Choudhurani) এই একই পথে হেঁটেছে। অঙ্কুশ -কৌশানী – শিবপ্রসাদরা বহরমপুরে গিয়ে প্রোমোশন সেরেছেন, পাশাপাশি আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা (Srabanti Chatterjee) কলকাতা থেকে সোজা পৌঁছে গেছেন মালদহে। আর এইসব দেখে শুনে দেবের (Dev) অনুরাগীরা যে বাকিদের কটাক্ষ করবেন সে তো প্রত্যাশিত। কিন্তু এবার মুখ খুললেন স্বয়ং সাংসদ অভিনেতা।

দেব (Dev ) বললেন, “খাদানে যখন বেঙ্গল টুর করেছিলাম কিছু কিছু মানুষ আমাকে পাগল বলতো। বলত বাসে করে ঘুরছে বিভিন্ন জেলায় জেলায়, কী স্ট্র্যাটেজি নিয়ে ঘুরছে কে জানে।হয়তো পাগল হয়ে গেছে। ব্যবসা সকলে দেখেছেন। আজকে গোটা বাংলা ইন্ডাস্ট্রি আমাকে কপি করছে। যেটা অবশ্যই খুব ভালো ইঙ্গিত।”

তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? ওই একটা প্রবাদ আছে না, ‘পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি..’। মোদ্দা কথা সকলেই ভাবছেন দেবের (Dev) মতো করে। ক্যামেরার সামনে যতই ডিপ্লোম্যাটিক উত্তর দিন না কেন, অন্তরে মুচকি হাসছেন মেগাস্টার নিজেও । মুম্বই থেকে আসা সেই ছেলেটা যে কিনা ভালো করে বাংলা বলতে পারেনা বলে অনেক কথা শুনতে হয়েছিল, আর আজ তাঁকে নকল করছে গোটা বাংলা ইন্ডাস্ট্রি। অচিরেই বাংলা বিনোদন জগতের বিধান লেখা শুরু ‘রঘু ডাকাত’-এর।

spot_img

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...