সলমন খান এখন নতুন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’-এর শুটিংয়ে ব্যস্ত। এই ছবিতে তিনি কর্নেল বি. সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন। এবার লাদাখে শুটিং সেট থেকে তাঁর নতুন লুকের ছবি ইতিমধ্যেই ভাইরাল। আর স্বাভাবিকভাবেই এর পরেই সল্লুর নয়া লুক নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। সলমন খানের কিছু ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। ছবিতে সলমনকে স্থানীয় মানুষ এবং সামরিক বাহিনীর কর্মীদের সঙ্গে দেখা গিয়েছে।


সলমানের নতুন লুক ইতিমধ্যেই নেটদুনিয়াত ভাইরাল। এর আগে সলমন নিজেও একটি ছবি শেয়ার করে শুটিং শুরুর কথা প্রকাশ্যে আনেন। ছবিতে তাঁর মুখের একাংশ একটি ক্ল্যাপারবোর্ডের আড়ালে দেখা যাচ্ছিল এবং সামরিক পোশাকে তাঁর মুখে রক্তের দাগ ছিল। তিনি ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “#BattleOfGalwan”।

সূত্রের খবর, সলমন খান এই মুহূর্তে ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ শুটিং এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। আগামী ২-৩ সপ্তাহের মধ্যে লেহ ও লাদাখে এই ছবির ক্লাইমেক্সের শুটিং হবে। গালওয়ানের ক্লাইম্যাক্স সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে আবার লেহ ও লাদাখের আবহাওয়া একেবারেই ঠিক নয় তাই ছবির নির্মাতারা এই শিডিউলেই যতটা সম্ভব শুটিং শেষ করতে চাইছেন। জুলাই মাসে ছবির একটি ফার্স্ট লুক টিজার মুক্তি পেয়েছিল। সেখানে সলমনকে একটি রুক্ষ ও ক্লান্ত চেহারায় দেখা গিয়েছে। সলমানের এই লুক ইতিমধ্যেই দর্শকদের মধ্যে দেশপ্রেম ও বীরত্বের এক অনুভূতি তৈরী করেছে। তবে সলমন খানকে এই চরিত্রের জন্য কঠোর শারীরিক প্রশিক্ষণ নিতে হয়েছে। লেহ-এর মত অঞ্চলে শ্যুটিং করা এবং কর্নেল সন্তোষ বাবুর মতো একজন সামরিক অফিসারের চরিত্র ফুটিয়ে তোলা বেশ চ্যালেঞ্জিং সলমনের কাছে। তাই এই মুহূর্তে একজন জাতীয় বীরকে সম্মান জানানোরও মনপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন – আজ টেট আন্দোলন অযৌক্তিক, শীঘ্রই শূন্যপদ ঘোষণা : ব্রাত্য

_

_

_

_

_

_
_


