এশিয়া সেরার মঞ্চে প্রমাণ করাই লক্ষ্য, মোলিনার তাস কোন বিদেশিরা?

Date:

Share post:

মঙ্গলবার ঘরের মাঠ যুবভারতীতে এসিএল ২ (ACL 2) অভিযান শুরু করছে মোহনবাগান (Mohun Bagan)। প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের আহাল এফকে (Ahal fk)। এশিয়া সেরার মঞ্চে নিজেদের প্রমাণ করার লক্ষ্য নিয়েই মাঠে নামছে মোলিনা ব্রিগেড।।

ভারত সেরা হওয়ার পর এবার এশিয়া সেরার মঞ্চে নিজেদের প্রমাণ করতে চান মোলিনা। তাঁর কথায়, ” আমরা প্রণাম করতে চাই আমরা শুধু ভারতের সেরা দল নয় এশিয়ার মঞ্চেও নিজেদের প্রমান করতে চাই। এটা আমাদের কাছে খুব ভালো সুযোগ।’

এই ম্যাচে খেলতে পারবেন না মনবীর সিং। তার চোট আছে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে বাগান কোচ হোসে  দল নিয়ে মোলিনা বলেন,  “প্রস্তুতি নিয়ে আমি সন্তুষ্ট।  আমাদের প্লেয়াররা সময় পেয়েছে। আমরা এর আগে গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছি।  ভালো খেলেছি।আমি প্রতিপক্ষ দলকে সম্মান করি ওরা ভালো দল।  আমাদের দলে মনবীর এর চোট আছে।  বাকি সবাই ফিট ।”

ঘরের মাঠে সমর্থকরাই এক্স ফ্যাক্টর হতে পারেন। এই প্রসঙ্গে বাগান কোচের বক্তব্য, “সমর্থকরা আমাদের সাহায্য করবেন। তিন পয়েন্ট পেতে। কোন বিদেশিরা খেলবেন এঅ ম্যাচে,  যা আভাস তাতে সামনে কামিংসের খেলা নিশ্চিত। টল অলড্রেড, রবসন, রগরিগেজের খেলা নিশ্চিত। পরের দিকে ম্যাকলারেনকে খেলাতে পারেন।

দল সম্পর্কে মোলিনা বলেন, “আমার কাছে সেরা ১১ তৈরি করা কঠিন। আমাদের দলে সবাই ভালো প্লেয়ার।  সেরা ছন্দে যারা থাকবে তারাই সুযোগ পাবে। রবসন ও নতুনরা নিজেদের সেরাটা দিচ্ছে। আমি ওদের নিয়ে খুব সন্তুষ্ট। শুধু ওরাই নয় সবাই কঠোর অনুশীলন করছে। আমি মনে করি আমরা আগামীকাল ম্যাচের জন্য তৈরি।।”

ফুটবলার অনিরুদ্ধ থাপা বলেছেন, ” আমরা খুবই আত্মবিশ্বাসী। আমাদের দলে ভালো প্লেয়ার আছে আমাদের দল একই আছে। ফলে কোচের আইডিয়া সম্পর্কে ধারনা আছে। এবার মরশুম শুরু হয়েছে দেরিতে। আমরা এবার এএসফিতে ফোকাস করছি।  ডুরান্ড খেলেছি। ভারতীয় দল দারুন খেলেছি। এটা একটা দারুন অর্জন। এটা আমাদেরও অনুপ্রেরণা যোগাবে। আমরা ভালো খেলতে চাই। ”

আরও পড়ুন :পুজোর আগেই দাদাগিরি, জামাকাপড়ের ব্র্যান্ড নিয়ে আসছেন সৌরভ

এই ম্যাচে সমর্থকদের যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা করল মোহনবাগান। ম্যাচ শুরু ৭.১৫ মিনিটে। সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন থেকে হাওড়া ময়দান: রাত ৯:৩০টায় একটি বিশেষ মেট্রো চলবে।বিধাননগর, শিয়ালদহ স্টেশন, সায়েন্স সিটি এবং  ধর্মতলা থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত বিশেষ বাস পরিষেবা থাকবে: বিকেল ৫:০০টা থেকে ৭:৩০টা এবং রাত ৯:৩০টা থেকে ১১:০০টা পর্যন্ত। বাবুঘাট এবং আহিরীটোলা লঞ্চ ঘাট  থেকে বিশেষ ফেরি পরিষেবাও থাকবে।

spot_img

Related articles

Group C-Group D চাকরিহারাদের ভাতা-সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি হাই কোর্টের

SSC-র গ্রুপ-সি গ্রুপ-ডি (Group C Group D) চাকরিহারাদের ভাতা দেওয়ার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাই...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

১৯ সেপ্টেম্বর (শুক্রবার ) ২০২৫১ গ্রাম   ১০ গ্রামপাকা সোনার বাট ১১০০৫ ₹ ১১০০৫ ₹ খুচরো পাকা সোনা...

MAKAUT-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলায় হলফনামা তলব আদালতের

দুর্নীতির অভিযোগে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT) বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাই কোর্টে (High...

মল্লারপুরে মা-মেয়ে খুনে ‘সাধুবাবা’র মৃত্যুদণ্ড বাতিল, যাবজ্জীবন সাজা হাই কোর্টের

বীরভূমের (Birbhum) মল্লারপুরে মা ও মেয়েকে খুনের ঘটনায় অভিযুক্ত সুনীল দাস ওরফে হরিচরণ দাস ওরফে ‘সাধুবাবা’-র সাজা নিয়ে...