Monday, December 8, 2025

সমীক্ষার নামে তথ্য পাচার! বিজেপির চক্রান্ত ফাঁস, বাসন্তীতে জালে তরুণী

Date:

Share post:

সমীক্ষার নাম করে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এরাজ্যের সাধারণ মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিজেপির এই ষড়যন্ত্র নিয়ে আগেই রাজ্যবাসীকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর আশঙ্কাই সত্যি প্রমাণিত হল। অভিযোগ, বাসন্তীর (Basanti) কাঁঠালবেড়িয়ায় বৃহস্পতিবার কয়েকজন মহিলা মোবাইল ফোন ও ট্যাব, ল্যাপটপ নিয়ে বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষার নামে তথ্য সংগ্রহ করছিলেন। সেই তথ্য কেন্দ্রীয় সরকারের একটি পোর্টালে তোলা হচ্ছিল। সন্দেহ হওয়ায় এক মহিলা জেরা করতেই বেরিয়ে আসে আসল ঘটনা। তাঁকে আটক করে স্থানীয় মহিলারা পুলিশের হাতে তুলে দেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় বিধায়ক শ্যামল মণ্ডল ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সুন্দরবনের বাসন্তী ব্লকের কাঁঠালবেড়িয়ায়। বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার নামে তথ্য সংগ্রহ করছিলেন সুজাতা সানা নামে ওই মহিলা। তাঁর বাড়ি সন্দেশখালি থানার দাউদপুর গ্রামে। অভিযুক্তের কাছে ইম্পেটাস রিসার্চ লিমিটেড নামে এক সংস্থার আইডেন্টি কার্ড মিলেছে। অভিযোগ, তথ্য সংগ্রহের সময় ওই মহিলা জানতে চান, কোন রাজনৈতিক দল ভাল? নরেন্দ্র মোদি না মমতা বন্দ্যোপাধ্যায়, কে বেশি জনপ্রিয়? পাকাবাড়ি না কাঁচাবাড়ি কোনটা ভাল? পাকিস্তান না বাংলাদেশ, কোন দেশ পছন্দ? এইসব প্রশ্নের উত্তর তিনি এনসিএস নামের এক পোর্টালে পাঠাচ্ছিলেন। কিন্তু নিউ দিল্লিতে তাঁদের সংস্থার দফতরে বারবার ফোন করেও উত্তর মেলেনি।

এছাড়াও আধার নম্বর, ভোটার আইডি কার্ডের নম্বর-সহ অন্যান্য তথ্য নেওয়া হচ্ছিল। এলাকার মানুষ ওই মহিলাকে ধরে জিজ্ঞাসাবাদ করেন। পরে বাসন্তী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজা গাজি ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করেন। তার কথায় অসঙ্গতি মেলায় তাকে বাসন্তী (Basanti) থানার পুলিশের হাতে তুলে দেন। বাসন্তীর পুলিশ মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। সেখানে তাকে দীর্ঘক্ষণ জেরা করেন। পরে পুলিশ ওই তরুণীকে ছেড়ে দেয়। বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, রাজ্যে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে কেন্দ্র। সমীক্ষার নামে তথ্য সংগ্রহ করে তা দিল্লিতে পাচার করা হচ্ছে। এক মহিলা সমীক্ষার নামে তথ্য সংগ্রহ করতে গিয়ে ধরা পড়েছে বাসন্তীর কাঁঠালবেড়িয়ায়। পুলিশের হাতে মহিলাকে তুলে দেওয়া হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি।

spot_img

Related articles

কেন্দ্রের পরিকল্পনার ব্যর্থতায় বিপর্যয়! ইন্ডিগো বিভ্রাটে ক্ষতিপূরণের দাবি মুখ্যমন্ত্রীর

কেন্দ্র জানত। কিন্তু তাও ব্যবস্থা নেয়নি। সাধারণ মানুষ এর জন্য ভুগছে। কেন্দ্রের সরকার মানুষের কথা ভাবে না। ফলে...

গুজরাটের শিক্ষায় ব্যবস্থায় ধস! প্রকাশ্যে মোদি রাজ্যের উদ্বেগজনক পরিস্থিতি

নরেন্দ্র মোদি অমিত শাহের রাজ্যেই শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। বিগত পাঁচ বছরে  গুজরাটে(Gujarat) লাফিয়ে বেড়েছে স্কুল ছুটের সংখ্যা।...

‘বন্দেমাতরম’ আলোচনার আগেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সংসদে প্রতিবাদ, সরব তৃণমূল

শীতকালীন অধিবেশনে সংসদের ভিতরে-বাইরে, লোকসভা-রাজ্যসভায় মোদি সরকারকে চাপে রেখেছে তৃণমূল কংগ্রেসTMC)। এসআইআর, বাংলা-বাঙালির উপর অত্যাচার, মনরেগা-সহ নানা ইস্যুতে...

টিম ইন্ডিয়ার শিবিরে ফিরলেন গিল, কটকে প্রত্যাবর্তনের অপেক্ষায় পাণ্ডিয়াও

কলকাতায় চোট পেযেছিলেন, অবশেষে কটকে প্রত্যাবর্তন হচ্ছেন শুভমান গিলের(Subhaman gill)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পাশাপাশি একদিনের সিরিজেও...