বৃহস্পতিবার এশিয়া কাপের (Asia Cup) ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে শ্রীলঙ্কা (Sri lanka)। কিন্তু ম্যাচ শেষে পিতার মৃত্যু সংবাদ পেলেন শ্রীলঙ্কান বোলার দুনিথ ওয়েলালাগে।

আফগানদের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন বাবাকে হারিয়েছেন শ্রীলঙ্কান বোলার। ম্যাচ শেষ হওয়ার পরই শ্রীলঙ্কান ম্যানেজার ও কোচ জয়সূর্যকে তাঁর সঙ্গে কথা বলতে দেখা যায়। তখনই দুনিথকে বলা হয় বাবা সুরাঙ্গা ওয়েলালাগে কলম্বোতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এই ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স করেন তরুণ দুনিথ। অভিজ্ঞ অলরাউন্ডার মহম্মদ নবির একটি সহজ ক্যাচ হাতছাড়া করেন তিনি। এরপরই দুরন্ত ব্যাটিং করেন নবি। ১৫ বলে খেলেন বিধ্বংসী ৫৫ রানের ইনিংস। বিশেষ করে দুনিথের করা শেষ ওভারটি যেন ছিল দুঃস্বপ্নের মতো। সেই ওভারে নবি মারেন টানা পাঁচটি ছক্কা

বাবার শেষকৃত্যে যোগ দিতে শ্রীলঙ্কায় ফিরছেন দুনিথ, এমনটাই জানা গিয়েছে। উল্লেখ্য, শনিবারই বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সেই ম্যাচে ওয়েলালাগেকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

ওয়ালালাগের বাবা নিজেও ছিলেন ক্রিকেটার। ছেলেকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলেছেন তিনি। জানা গিয়েছে ম্যাচের সময় হঠাত করেই হৃদরোগে আক্রান্ত হন দুনিথের বাবা। এই খবর ছড়িয়ে পড়লে শ্রীলঙ্কার ক্রিকেটাররাও জয় ছাপিয়ে কিছুটা বিহবল হয়ে পড়েন।

তাই ম্যাচ জিতেও কোনও উৎসব করেনি শ্রীলঙ্কা টিম। ড্রেসিংরুমের পরিবেশও থমথমে ছিল। শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই শোকপ্রকাশ করেছেন। এমনকি শোকপ্রকাশ করে বার্তা দিয়েছেন আফগান ক্রিকেটার নবিও।

আরও পড়ুন :এশিয়া কাপে নিয়ম লঙ্ঘনের গুরুতর অভিযোগ, আইসিসির শাস্তির মুখে পাকিস্তান

উল্লেখ্য,প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২০ ওভারে করে ৮ উইকেটে ১৬৯ রান। জবাবে চারিথ আসালাঙ্কার নেতৃত্বাধীন লঙ্কানরা ৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।

–

–
–
–