Sunday, January 11, 2026

গিল-অভিষেক ওপেনিংয়ে স্বস্তি দিলেন, জয়ের মধ্যেও থাকছে চিন্তার একাধিক কারণ

Date:

Share post:

এশিয়া কাপের সুপার ফোরের( Asia Cup Super 4) ম্যাচে পাকিস্তানের  বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেল ভারত।  এশিয়া কাপের প্রতিটি ম্যাচে জয়ের স্বস্তির মধ্যেই বেশ কিছু চিন্তার কারণ থাকছে ভারতীয়  দলের ব্যতিক্রম হল না সুপার ফোরের প্রথম ম্যাচেও।

প্রথমেই আসা যাক ভারতীয় দলের ব্যাটিংয়ের কথায়। ১৭২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে স্বস্তি দিলেন ভারতের দুই ওপেনার গিল ও অভিষেক। ওপেনিং জুটি ১০৫ রান তুলল । এরপ আগের ম্যাচে ওপেনিং জুটি বড় রান পাচ্ছিল না। গিল এই ম্যাচে ২৮ বলে ৪৭ রান করলেন। পায়ে টান ধরার পরই আউট হলেন।ওপর ওপেনার অভিষেক শর্মা ৩৯ বলে ৭৪ রান করে বিধ্বংসী ইনিংস খেললেন।

তবে ক্যাচ মি্সের প্রবণতা ভাবনায় রাখবে ভারতকে।  প্রথম ক্যাচটা মিস করেন অভিষেক শর্মা। বাউন্ডারি লাইন থেকে অনেকটা ছুটে এসে ক্যাচ তালুবন্দি করতে পারেননি। সেই সুযোগে সাহিবজাদা হাফসেঞ্চুরি করে যান। সাইম আয়ুবের ব্যাটের মাথায় লেগে সোজা কুলদীপ যাদবের হাতে চলে যায়। সেটাও ধরতে পারলেন না।

তারপর অষ্টম ওভার। ফের সাহিবজাদার শট। বাউন্ডারি লাইনে হাত বাড়িয়ে চেষ্টা করেছিলেন অভিষেক। কিন্তু এবারও তালুবন্দি করতে পারলেন না।  আবার ১৮.৫ ওভারে সহজ  ক্যাচ ছাড়েন শুভমান গিল।

ক্যাচ মিসের  একটা কারণ দুবাই স্টেডিয়ামের আলোও হতে পারে। এই স্টেডিয়ামের ছাদ জুড়ে ৩৫০টি আলো বসানো আছে। আর উঁচু ক্যাচের ক্ষেত্রে সেটা সমস্যা হয়ে দাঁড়ায়।

ভারতীয় দলের ব্যাটিং নিয়ে পরীক্ষা-নীরিক্ষা থামছে না সুপার ফোরে এসেও।ব্যাটিং সূর্যকুমার যাদব ০ রানে আউট হলেন।  তিন নম্বরে নেমে গত ম্যাচে ভালো খেলেছিলেন সঞ্জু, তাঁর স্থান এই ম্যাচে ফের পরিবর্তন করা হল।

গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় স্পিনাররা যে ভেল্কি দেখিয়েছিলেন সেটা এই ম্যাচে হল না। ভারতের হয়ে দুবে ৩৩ রানে ২ উইকেট পান। কুলদীপ ৩১ রান খরচ করে একটি উইকেট পেলেন।

একটি উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন পাণ্ডিয়া। টি২০-তে হার্দিকের উইকেট সংখ্যা দাঁড়াল ৯৭। এই ফর্ম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি এখন হার্দিকই।  চাহালের উইকেট সংখ্যা ৯৬।  ১০০টি উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি অর্শদীপ সিং।

আরও পড়ুন : পাক ব্যাটারের সেলিব্রেশন থেকে সঞ্জুর ক্যাচ, ভারত-পাক ম্যাচে শুরুতেই একগুচ্ছ বিতর্ক

উল্লেখ্য, নির্ধারিত ২০ ওভারে ৫   উইকেট হারিয়ে ১৭১ রান তোলে পাকিস্তান। জবাবে ভারত ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত।

spot_img

Related articles

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...

অব্যহতি দেয়নি কমিশন: আত্মহত্যায় ‘বাধ্য’ হলেন মুর্শিদাবাদের BLO

অতিরিক্ত কাজের চাপে তাঁর শরীর খারাপ হত। তারপরেও অব্যহতি মেলেনি নির্বাচন কমিশনের এসআইআর-এর কাজ থেকে। ক্রমশ বেড়েছে কাজের...