Tuesday, January 13, 2026

ভুয়ো ডাক্তারের ছড়াছড়ি! মধ্যপ্রদেশে ভুল চিকিৎসায় শিশুমৃত্যুতে চাঞ্চল্য

Date:

Share post:

গ্রামাঞ্চলে যেখানে সেখানে গজিয়ে উঠেছে ডিসপেনসরি। সাধারণ মানুষ হাসপাতালে যাওয়ার দূরত্ব বাঁচাতে সেই সব ‘ডাক্তার’দের কাছেই যাচ্ছে চিকিৎসার জন্য। এবার সেরকম চিকিৎসকদের হাতে প্রাণ গেল দুটি শিশুর (child death)। এই দুই ঘটনার পরেও টনক নড়েনি মধ্যপ্রদেশের (Madhyapradesh) বিজেপি সরকারের। স্বাস্থ্য দফতর কোনও পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় স্বাস্থ্য অধিকারিকরাই কোয়ার্ক বা অপ্রশিক্ষিত চিকিৎসকদের (fake doctor) অনুসন্ধান শুরু করার বার্তা দিচ্ছেন।

দুটি পৃথক ঘটনায় মৃত্যু হয়েছে দুটি শিশুর। তার মধ্যে একটি সদ্যজাত। ছাতারপুরের (Chhatarpur) মাত্র ২০ দিনের একটি শিশুর হঠাৎই জ্বর আসে। কাছাকাছি এক কোয়ার্ক চিকিৎসকের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। ডাক্তারের দেওয়া ওষুধ খাওয়ার পরই শিশুটির অবস্থার অবনতি হয়। তখন তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক কিছু করার আগেই শিশুটির মৃত্যু হয়। এই ঘটনার একটি মর্মান্তিক ভিডিও ভাইরাল হয়েছে (ভাইরাল ভিডিওর সত্য়তা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি), যেখানে দেখা যাচ্ছে শিশুটির কাকা তার মুখে মুখ লাগিয়ে শ্বাস দিয়ে তাকে বাঁচানোর (CPR) চেষ্টা করে। কিন্তু তাতে কোনও ফল হয়নি। ২০ দিনের শিশুর মৃত্যুর (child death) শোক সামলাতে না পেরে তার মা সংজ্ঞা হারান।

অন্য ঘটনাটি খান্ডোয়া (Khandwa) জেলার। একটি দেড় বছরের শিশু পেটে ব্যথা নিয়ে স্থানীয় একটি ডাক্তারখানায় যায় পরিবারের সঙ্গে। সেখানে চিকিৎসক তাকে পাঁচদিন নিয়ে আসার কথা বলে। এরপরই তাকে একটি ইঞ্জিকেশন (injection) দেওয়া হয়। এরপর একটি ইঞ্জেকশনে পাঁচটি ওষুধ মিশিয়ে আবার একটি ইঞ্জেকশন দেওয়া হয়। এরপরই শিশুটি একেবারে নেতিয়ে যায়। তবে পরিবারের লোকেরা হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

আরও পড়ুন: ABVP নেত্রী সপাটে চড় মারল অধ্যাপককে! পুলিশ দাঁড়িয়ে দেখল

জানা গিয়েছে, খান্ডোয়ার ভুল ওষুধ দেওয়ায় অভিযুক্ত চিকিৎসক ইউক্রেনে (Ukraine) ডাক্তারি পড়তে গিয়েছিল। কিন্তু পড়া অসমাপ্ত রেখেই ফিরে আসে। পরে গান্ডোয়া এলাকায় একটি দোকান খুলে চিকিৎসা শুরু করে। আশ্চর্যজনকভাবে স্বাস্থ্য দফতরের কাছে কোনও তথ্যই ছিল না, এই ধরনের একজন ডাক্তারের চিকিৎসা করা নিয়ে। একই পরিস্থিতি ছাতারপুরেও। ২০ দিনের শিশুটির ভুল চিকিৎসায় মৃত্যু হওয়ার পরে স্বাস্থ্য অধিকারিক দাবি করেন, সরকারিভাবে খতিয়ে দেখা হবে কতজন এভাবে ভুয়ো চিকিৎসক হয়েও ডাক্তারি চালিয়ে যাচ্ছে।

spot_img

Related articles

শুধু অবৈধরাই তালিকার বাইরে, কে নিশ্চিত করবে: SIR হয়রানিতে কমিশনে প্রশ্ন একতা মঞ্চের

ভোটার তালিকা নিবিড় সংশোধনী নতুন কিছু নয়। কিন্তু নির্বাচন কমিশন এবার এসআইআর নিয়ে যেসব পথ অবলম্বন করছে এবং...

মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহারের কর্মসূচি শুরু অভিষেকের

কোচবিহারে মদনমোহন মন্দিরে (Madanmohan Mandir) পুজো দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রতিবারই কোচবিহারে...

কামড়ালে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে! পথকুকুর মামলায় সুপ্রিম হুঁশিয়ারি

পথকুকুর মামলায় রাজ্যের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার এই সংক্রান্ত এক মামলার শুনানিতে...

প্রতিশোধের লড়াই, বিজেপিকে বিসর্জন দেওয়ার লড়াই: ৯-০ করার ডাক কোচবিহারে দিয়ে হুঙ্কার অভিষেকের

কোচবিহারে বিগত কয়েকটি নির্বাচনে জিতেছে বিজেপি। এখনও ৯টি আসনের মধ্যে তিনটি আসনে তৃণমূল, ৬টিতে বিজেপি বিধায়ক রয়েছেন। ছাব্বিশের...