Friday, January 30, 2026

আগ্রহ নেই মোদির বক্তব্যে, তাহেরপুরে ভোটাধিকার-উত্তর খুঁজতে মরিয়া বিজেপি

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য শোনার জন্য নদিয়ার তাহেরপুরে ভিড় জমাতে মরিয়া বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাও মাঠ ভরানো থেকে হেলিপ্যাড – উৎসাহ আগের মতো আর নেই মোদি-তে প্রমাণ করল নদিয়া (Nadia)। তারই মধ্যে শুরু হল চেয়ার ছোঁড়াছুঁড়ি। অবশ্যই তার অন্যতম কারণ এসআইআর (SIR)। যার জেরে সব থেকে সমস্যায় মতুয়া (Matua) সম্প্রদায়ের মানুষ। সভার আগে পর্যন্ত মতুয়াদের ভোটাধিকার নিয়ে উত্তর হাতড়ে গেলেন বিজেপির সাংসদ মন্ত্রীরা।

তাহেরপুুরের (Taherpur) সভা মাঠে ক্যামেরা বেশি দূর এগোতেই পারল না। চাঁদোয়া শেষ হতেই ভিড়ও শেষ। সাধারণত প্রধানমন্ত্রী (Prime Minister) আসার আগে হেলিপ্যাডে প্রচুর মানুষ জমায়েত করে থাকেন। এবারে সেই ভিড়ও হালকা। কার্যত স্পষ্ট দুটি রাস্তা উদ্বোধন নিয়ে মোদির (Narendra Modi) বক্তব্য শোনার আগ্রহ নেই নদিয়ার মানুষের মধ্যে।

ভিন জেলা থেকে বাসে-ট্রাকে করে মানুষ এনে ভোর থেকে জমায়েতের চেষ্টা চালায় বিজেপি। আদতে মোদির বক্তৃতা শুনতে আগ্রহী না হওয়া বিজেপি সমর্থকরা সেখানেই চেয়ার নিয়ে ছোঁড়াছুঁড়ি শুরু করেন।

অব্শ্যই তার একটি বড় কারণ মতুয়াদের ভোটাধিকার ব্যাপক হারে চলে যাওয়া। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) প্রশ্ন করেছিলেন সাত বছরে কত মানুষকে নাগরিকত্ব দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। আজও তার উত্তর দিতে পারেনি মোদি সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশে নাগরিকত্ব না থাকলে ভোটাধিকারের প্রশ্নই নেই।

আরও পড়ুন : বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতায় মোদি, ‘ড্যামেজ কন্ট্রোলে’ দুপুরে সভা তাহেরপুরে!

তবে কী খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মতুয়ারা (Matua) আদৌ ২০২৬ বিধানসভা নির্বাচনে অংশ নিতে পারবেন? প্রশ্ন শুনে আকাশ পাতাল হাতড়াচ্ছেন সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar)। সাফাই দিচ্ছেন, বিধানসভা নয়, লোকসভা নির্বাচনটাই বড়। আর লোকসভা থেকে না কি মতুয়াদের নাগরিকত্ব দেবেন মোদি। আদতে মতুয়ারা যে বিজেপির এই দ্বিচারিতা ধরে ফেলেছেন, বুঝিয়ে দিল তাহেরপুরের ফাঁকা জনসভা।

spot_img

Related articles

দিনের বেলায় উধাও শীত, এক ধাক্কায় বাড়ল মহানগরীর তাপমাত্রা!

দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ। শুক্রবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে...

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মোমো সংস্থার ২, ‘জতুগৃহ’ থেকে উদ্ধার আরও দেহাংশ

আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Anandapur Fire) লাগার ঘটনায় বাড়ল গ্রেফতারি। ডেকরেটার্স সংস্থার মালিকের পর এবার 'ওয়াও মোমো'র...

গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে একতা আর গণতন্ত্রের কথা মনে করালেন মুখ্যমন্ত্রী 

আজ জাতির জনকের মৃত্যুবার্ষিকী (Death Anniversary of Mahatma Gandhi)। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে...

মোমোর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার আগুন বিরিয়ানির দোকানে! 

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনার উদ্ধারকাজ সে সবার আগেই শহরের বুকে ফের আগুন লাগার ঘটনা। এবার লেকটাউনের কাছে এক বিরিয়ানির...