বিধ্বংসী আগুন কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে। ঘটনাস্থলে পৌঁছে গেছে দমকলের তিনটি ইঞ্জিন। শিশু ও মায়েদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল 9:20 মিনিট নাগাদ। হাসপাতালের তিনতলা থেকে ধোঁয়া নির্গত হতে দেখা যায়। হাসপাতাল কর্মীরাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। দমকল এসে দ্রুত কাজ শুরু করে।
