সাত বছর পর আগের মাইলস্টোন ছোঁওয়ার সম্ভাবনা ঠান্ডার

ঠান্ডার যা গতিপ্রকৃতি তাতে ফিরে যেতে হবে বছর সাতেক আগে । তথ্য বলছে , ২০১৩-এর জানুয়ারিতে শেষ বার কলকাতার তাপমাত্রা নেমেছিল দশের নীচে। প্রায় সাত বছর পর সেই মাইলস্টোন ছোঁওয়ার সম্ভাবনা আবার দেখা দিয়েছে। শনিবার আর রবিবার ভোরে শহরের পারদ ঘোরাফেরা করছে দশ ডিগ্রির নীচে।
কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ। ভেবে দেখেছেন কি কলকাতাতেই যদি পারদ দশ বা তার নীচে যায়, তা হলে পশ্চিমাঞ্চলের জেলায় পারদ কোথায় নামতে পারে?
হাওয়া অফিস বলছে, বাঁকুড়া, পুরুলিয়া, শান্তিনিকেতন, আসানসোলে তাপমাত্রা ৫-৬ ডিগ্রি বা তারও কমে পৌঁছিয়েছে।
তবে এই শীতের স্থায়িত্ব বেশি দিনের নয়, কারণ বছরের শুরুতেই আবার বৃষ্টি নামতে চলেছে রাজ্য জুড়ে।
শনিবার কিন্তু সূর্যের দেখা মিলেছে । সেই সঙ্গে উত্তুরে হাওয়ার তেজও বেড়েছে । সোমবার পর্যন্ত শীতের প্রবল দাপট থাকতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে।
শুধু দক্ষিণেই নয়, প্রবল ঠান্ডার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। শুক্রবারই শিলিগুড়ি আর দার্জিলিংয়ে শীতলতম দিন রেকর্ড করা হয়। আবার এ দিনই শিলিগুড়িতে তুষারপাতের মতো শিলাবৃষ্টি হয়েছে। আকাশ পরিষ্কার হয়ে গেলে সেখানে শীতের প্রকোপ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।

Previous articleবিহারে NPR-ও হবেনা, জানিয়ে দিল NDA শরিক JDU
Next articleঅবশেষে কুয়ো থেকে উদ্ধার সম্রাটের নিথর দেহ