Friday, December 26, 2025

সাবধান! জুন মাসে ভারতে করোনা সংক্রমণের সবচেয়ে খারাপ সময় আসছে

Date:

Share post:

চলতি মাসেই চতুর্থ দফা লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে। অর্থনৈতিক কাজকর্মের স্বার্থেই বিধিনিষেধের কড়াকড়ি শিথিল করতে হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এরপরই ভারতে করোনা সংক্রমণের সবচেয়ে খারাপ সময় আসতে চলেছে, যা শুরু হয়ে যাবে জুন মাস থেকেই। লকডাউন চলাকালীন মে মাসের শেষ পর্যায়ে এখনই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। গত চারদিনে এই সংখ্যাটা বেড়েছে ২৬৪৮৬। আর এই রেকর্ড বৃদ্ধিতেই বিশ্বের প্রথম ১০ করোনা আক্রান্তের তালিকায় ঢুকে পড়েছে ভারত। কিন্তু আগামী কয়েক দিন এই আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। জুন মাসে ভারতে সংক্রমণের সবথেকে খারাপ সময় আসতে চলেছে বলেও আশঙ্কা করছেন তাঁরা।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত চার দিনে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে দেশে। শুক্রবার আক্রান্ত বেড়েছিল ৬০৮৮। শনিবার তা হয় ৬৬৫৪। রবিবার করোনা আক্রান্ত বাড়ে ৬৭৬৭। আর সোমবার এই আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬৯৭৭। অর্থাৎ সব মিলিয়ে ২৬৪৮৬। তার জেরে এখনও পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ১,৩১,৮৪৫।

বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন শিথিল হওয়ার পরই সবচেয়ে স্পর্শকাতর সময় শুরু হবে। স্বাভাবিক নিয়মেই সংক্রমণ বাড়বে ব্যাপক হারে। ইউরোপের দেশগুলি তো বটেই, ইরান, দক্ষিণ কোরিয়া, চিন, সিঙ্গাপুর সর্বত্র একই চিত্র। ফলে ভারতের পক্ষেও জুন-জুলাই মাসটা করোনা সংক্রমণের নিরিখে বড় বিপর্যয়ের বার্তা আনতে চলেছে বলেই আগাম অনুমান স্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাই সমস্ত মানুষের কাছে স্বাস্থ্য সুরক্ষা বিধি ও সতর্কতা কঠোরভাবে মেনে চলার কথা বলছেন তাঁরা।

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...