
শাম্ব আর মাধুরী: আজ লকডাউনে বিয়ে

অভিনব কান্ড করে বসছে শ্রীমান শাম্ব আর মাধুরী।
আজ, ৩০ জুন বিয়ে করছে তারা।
করোনা নিয়েই যদি পৃথিবীকে চলতে হয় আগামীদিন, তাহলে বিয়েটা আর ফেলে রাখে কেন!
বরং এগিয়ে এনেছে।
৩০ অগাস্ট দিন ঠিক ছিল। তখন করোনার গতিবিধি কী হয় কে জানে! তাই বিয়ে এগিয়ে ৩০ জুন। সব নিয়মকানুন আর সতর্কতা মেনে।

মারাত্মক সব কাণ্ড করছে শাম্বরা।
নিমন্ত্রিতদের কাছে কার্ড যেমন গিয়েছে; তেমনই আজ মঙ্গলবার আরেক পর্ব।
নিমন্ত্রিতদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে শাম্ব।
তাতে এসে গিয়েছে জুম লিঙ্ক।
যাঁরা আসতে পারবেন না, তারা সরাসরি বিয়ে দেখতে পারবেন।
আজকের সময়ের আদর্শ ব্যবস্থাপনা।

শাম্ব আর মাধুরী দুজনেই নিজের নিজের পেশায় সফল।
শাম্ব দিল্লিবাসী, মাধুরী কলকাতার।
দুচারদিন আগেই কলকাতা এসে গিয়েছে শাম্ব।
আজ সন্ধেয় পুরোদস্তুর বিয়ে করে চার হাত এক।
নতুন জীবনের জন্য শাম্ব আর মাধুরীকে অনেক শুভেচ্ছা। সন্ধেতে একটি পূর্বনির্ধারিত জরুরি কাজ পড়ে আছে। সেটি সারা গেলে আমি পৌঁছোবার চেষ্টা করব।

আর হ্যাঁ, লকডাউনে এই অভিনব বিয়ের “live” কভারেজ থাকবে বিকেল ৫:৩০ থেকে দফায় দফায় ” এখন বিশ্ব বাংলা সংবাদ” ফেস বুক পেজে।

https://www.facebook.com/biswabanglasangbad/
