Monday, November 17, 2025

হাসপাতালেই করোনা- আক্রান্ত অসুস্থ ও বন্দি কবি ভারাভারা রাও

Date:

Share post:

দীর্ঘদিন ধরেই তিনি গুরুতর অসুস্থ ৷ নানা রোগে জর্জরিত৷ সংশোধনাগারে তাঁর চিকিৎসাও হচ্ছিলো না৷

বৃহস্পতিবার জানা গিয়েছে, ওইসব রোগের পাশাপাশি করোনা-র শিকারও হয়েছেন বিশিষ্ট কবি ও লেখক ভারাভারা রাও৷
গত একমাস ধরেই আশঙ্কাজনক পরিস্থিতিতে রাও৷ পরিবারের তরফে বার বার অনুরোধ জানানোর পর মাত্র ২দিন আগে মুম্বইয়ের জেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে বন্দি কবি ভারভারা রাও-কে৷ সূত্রের খবর, পরিস্থিতি গুরুতর আকার নেওয়ায়, বৃহস্পতিবার রাতেই
সেন্ট জর্জ হাসপাতালে স্থানান্তর করা হতে পারে ৮০ বছর বয়সের কবি, সমাজকর্মী ভারাভারা রাওকে। গত সোমবার তালোজা সেন্ট্রাল জেল কর্তৃপক্ষের কাছে মাথা ঘোরার কথা জানান এই তেলুগু কবি৷ তারপর তাঁকে মহারাষ্ট্র সরকার পরিচালিত মুম্বইয়ের জে জে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশকিছু পরীক্ষার পাশাপাশি লেখকের লালারসের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়, রিপোর্ট কোভিড পজিটিভ আসে।

জেজে হাসপাতালের ডিন ডঃ রঞ্জিত মানকেশ্বর জানান, ”এখনও পর্যন্ত ভারাভারা রাওয়ের মধ্যে করোনার কোনও উপসর্গ দেখা দেয়নি। শারীরিক অবস্থা স্থিতিশীল, নিশ্বাসেরও কোনও কষ্ট নেই। আমরা খুব শীঘ্রই রাওকে কোভিড হাসাপাতালে স্থানান্তর করব।”
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে হাই রিস্কে থাকা অসুস্থ ভারাভারা রাওয়ের জামিন চেয়ে আদালতে আবেদন জানিয়েছিল তাঁর পরিবার। কিন্তু NIA-এর বিশেষ আদালত ২৬ জুন তা খারিজ করে দেয়। রাও-এর পরিবারের দাবি, বর্তমানে আরও অসুস্থ হয়ে পড়েছেন তিনি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে গত শুক্রবার মহারাষ্ট্র সরকার ও NIA-কে নোটিস দিয়েছিল আদালত। তাতে বলা হয়, ১৭ জুলাইয়ের মধ্যে ভারাভারা রাওয়ের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে বক্তব্য জানাতে হবে। সোমবার ফের বম্বে হাইকোর্টে আবেদন জানান ভারাভারা রাওয়ের আইনজীবী। বলা হয়, অসুস্থ ভারাভারা রাওয়ের চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হোক।

২০১৮ সালে ভীমা কোরেগাঁও সংঘর্ষে মদত দেওয়া এবং জড়িত থাকার অভিযোগে মানবাধিকার কর্মী সুধা ভরদ্বাজ, ভার্ণন গঞ্জালেস, অরুন ফেরেরা এবং গৌতম নওলাখার সঙ্গে গ্রেফতার করা হয়েছিল কবি ভারাভারা রাওকে। সেই ২০১৮ সাল থেকেই জেলে বন্দি আছেন ৮০ বছরের এই গণকবি।

spot_img

Related articles

কল্যাণের বোমা-বন্দুক অভিযোগ! রাজভবনে পুলিশ-বম্ব স্কোয়াড নিয়ে বিস্ফোরক খুঁজবেন রাজ্যপাল

বোমা-বন্দুক মজুত রাখা নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) তোলা অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে (Raj Bhavan) বিশেষ তল্লাশি...

বিতর্কে জর্জরিত কেরলের প্রথম মহিলা ডিজিপি এবার পঞ্চায়েতে বিজেপি প্রার্থী

বিতর্ক তাঁর পিছু ছাড়েনি! একসময়ের কেরালার দুঁদে আইপিএস, 'রেইড শ্রীলেখা' এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে পঞ্চায়েত জয়ের স্বপ্ন...

সাজঘরে ক্রিকেটারদের ধমক কোচের! দায় এড়াতে পারবেন না গুরু গম্ভীরও

ইডেনে পছন্দের পিচে হারের পরই বদলে গিয়েছে ভারতীয় দলের পরিবেশ। থমথমে পরিবেশ ভারতীয় দলের। শোনা যাচ্ছে  ম্যাচের পর...

অযোগ্যদের ইন্টারভিউয়ে ডাক! একাদশ-দ্বাদশের ফল নিয়ে অভিযোগে হাই কোর্টে ফের মামলা

বিতর্ক আর মামলা পিছু ছাড়ছে না এসএসসি-র। সদ্য SSC ২০২৫-এর একাদশ-দ্বাদশের ফল প্রকাশ হয়েছে। এবার সেই ফল নিয়ে...