Sunday, January 11, 2026

কিডনির নার্ভে ‘ওয়েভ শক’ দিয়ে নির্মূল একাধিক রোগ! করোনাকালে চিকিৎসায় নজির কলকাতার

Date:

Share post:

এবার কিডনির নার্ভে শক দিয়ে নতুন পদ্ধতির চিকিৎসায় সাফল্য পেল কলকাতা। উচ্চ রক্তচাপের চিকিৎসায় পরীক্ষামূলকভাবে ‘রেনাল ডি নার্ভেশন থেরাপি’ পদ্ধতি প্রয়োগ করা হয়। যা দেশের মধ্যেই এই প্রথম।

কীভাবে এই চিকিৎসা করা হয়? চিকিৎসকরা জানিয়েছেন, ‘রেনাল ডি নার্ভেশন থেরাপি’-তে রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভ দিয়ে কিডনির ভিতরে থাকা নার্ভকে প্যারালাইসড করে দেওয়া হয়। আর তাতেই উচ্চ রক্তচাপের সমস্যা নির্মূল হচ্ছে। উচ্চ রক্তচাপ ছাড়াও হাইপারটেনশন, ডায়াবেটিক, পেসমেকার আছে, পারিবারিক সুগার রয়েছে, যাঁদের একবার স্ট্রোক হয়ে গিয়েছে, আবারও স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে এই পদ্ধতিতে চিকিৎসা হবে।

করোনাকালে বারবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে। এমনকী নন-কোভিড রোগের চিকিৎসা হচ্ছে না, এমন অভিযোগও সামনে এসেছে। সেই পরিস্থিতিতে নতুন চিকিৎসা পদ্ধতি চালু হলো খাস কলকাতায়। ‘রেনাল ডি নার্ভেশন থেরাপি’ প্রথম প্রয়োগ করা হয়েছে, দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে। এই পদ্ধতি প্রয়োগ করার পর ৫৫ বছর বয়সী অমরেন্দু দাসের শরীরের রক্তচাপ স্বাভাবিক হয়েছে। ওই হাসপাতালের সিইও চিকিৎসক রূপক বড়ুয়া। তিনি বলেন, ‘‘সরকার নির্ধারিত দাম ৫ লক্ষ টাকা। চিকিৎসক ও হাসপাতাল খরচ আরও ১ লক্ষ টাকা।

চিকিৎসক প্রকাশ কুমার হাজরা জানান ‘‘এক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টির মতো পদ্ধতি অবলম্বন করা হয়। কুঁচকির ধমনী দিয়ে কিডনির কাছে পৌঁছনো হয়। সেখানকার যে নার্ভগুলি উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয়, সেই নার্ভগুলিতে রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে ওয়েভ শক দেওয়া হয়।’’ এইভাবে সংশ্লিষ্ট নার্ভগুলি ড্যামেজ করে দেওয়া হয় বলে জানান তিনি। এইভাবে নার্ভ অকেজো হয়ে রক্তচাপ স্বাভাবিক করে। এই পদ্ধতিতে স্ট্রোক প্রবণতা নির্মূল হয়। এমনকী ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে ডায়ালিসিসের প্রয়োজনীয়তাও কমে বলে জানিয়েছেন চিকিৎসক।

আরও পড়ুন:বেলঘাটায় ভয়ঙ্কর বিস্ফোরণ, উড়ে গেল ক্লাবের ছাদ! তারপর?

spot_img

Related articles

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...