Saturday, August 23, 2025

শুভেন্দুর পদধ্বনি ঠেকাতে আগাম দিলীপ ঘোষকেই মুখ্যমন্ত্রী চাইলেন সৌমিত্র

Date:

Share post:

শুভেন্দু অধিকারীকে নিয়ে রহস্য চলছেই।
তিনি তৃণমূল ছাড়বেন, জল্পনা তীব্র।
সরাসরি বিজেপিতে নাকি মঞ্চ গড়ে জোট, কৌতূহল।

এতে তৃণমূলের চেয়েও বেশি চিন্তা বিজেপি শিবিরে।
মুখে তাঁরা শুভেন্দুকে স্বাগত জানাচ্ছেন।
কিন্তু আসল ভয় হল শুভেন্দু বিজেপির মঞ্চে গেলে তাঁরা বসবেন কোথায়?

এই চাপেই সম্ভবত আগাম দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী চেয়ে বসেছেন যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ। গোপীবল্লভপুরে পুজো উদ্বোধনে গিয়ে তিনি যেভাবে দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী চেয়ে সওয়াল করেছেন, তা ইঙ্গিতবাহী।

বস্তুত শুভেন্দুকে তৃণমূল যুব সভাপতি পদ থেকে সরানোর সময় সক্রিয় নেতা ছিলেন মুকুল রায়। আর শুভেন্দুকে সরিয়ে সভাপতি করা হয়েছিল এই সৌমিত্রকেই। এখন মুকুল- সৌমিত্র বিজেপিতে। এবং তাঁরা শুভেন্দুর পদধ্বনি শুনছেন।

মুখে তৃণমূলবিরোধী বিবৃতি দিয়ে শুভেন্দুকে স্বাগত জানাতে হলেও সূত্রের খবর এঁরা ঘটনার গতিপ্রকৃতিতে চিন্তিত। এর আগে সৌমিত্র বলেছিলেন,” মানুষের জন্য কাজ করতে হলে শুভেন্দু বিজেপিতে আসুন।” অথচ এই সৌমিত্রই তৃণমূলে থাকতে শুভেন্দুকে সরানোর ঘুঁটি ছিলেন।

মুকুলশিবির সূত্রে খবর, শুভেন্দু যে টেম্পো তুলছেন, তাতে তাঁকে অনেক বেশি নম্বর দেবে দিল্লি। ফলে এই তৎকালদের সমস্যা বাড়বে।

আবার শুভেন্দুর ক্ষেত্রে সমস্যা হল তৃণমূলকে খোঁচা দিতে মুখে যে যাই বলুক, বিজেপিতে তাঁর জন্য কাঁটার পথ বিছিয়ে দিতে তৈরি হচ্ছে আদি ও তৎকাল বিজেপিদের একাংশ। এঁদের আশঙ্কা শুভেন্দু গেলে এঁরা ঘটিবাটি হারিয়ে পথে বসবেন। কারণ দিল্লি শুভেন্দুকে এগিয়ে রাখবে। ফলে বিজেপিতে যা ঘটছে তা উপরে এক, ভেতরে আরেক। যাঁরাই শুভেন্দুকে স্বাগত জানাচ্ছেন, তাঁরাই ভেতরে শুভেন্দুকে ঠেকানোর খেলা খেলছেন।

মুকুলঘনিষ্ঠ সৌমিত্রর মুখে দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী চাওয়াটা এই সিনেমারই ট্রেলারমাত্র।

আরও পড়ুন-‘মদ বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করুন’, নীতীশকে আবেদন বিজেপি সাংসদের

spot_img

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...