Tuesday, November 4, 2025

কবি ভারভারা রাওকে নানাবতী হাসপাতালে চিকিৎসার অনুমতি দিল বম্বে হাইকোর্ট

Date:

Share post:

২০১৮ সালের ভিমা কোরেগাঁও মামলায় দীর্ঘদিন ধরে জেলবন্দি করেছেন সমাজকর্মী তথা কবি ভারভারা রাও। রাষ্ট্রদোহিতার অভিযোগ তোলা হয়েছে তার ওপর। তবে জেলবন্দি অবস্থায় তার শরীর ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। এদিকে তালোজা জেলের হাসপাতলে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না তাঁর। ভারভারা রাওয়ের উপযুক্ত চিকিৎসার আর্জি জানিয়ে বারবার আদালতের দরজায় কড়া নেড়েছেন তাঁর স্ত্রী। অবশেষে তার সে আর্জি মানল বম্বে হাইকোর্ট। ভারভারা রাওকে ১৫ দিনের জন্য নানাবতী হাসপাতালে ভর্তির নির্দেশ দিল বিচারপতি এসএস শিণ্ডে এবং মাধব জামদারের ডিভিশন বেঞ্চ।

জানা গিয়েছে, বর্তমানে ডিমেনশিয়ায়(স্মৃতিভ্রম) ভুগছেন কবি ভারভারা রাও। পাশাপাশি ইউরিনারি ট্রাকট ইনফেকশান হয়েছে তাঁর। তালোজা জেলের অন্দরে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না এই অভিযোগ তুলে কবির উন্নত চিকিৎসার দাবি উঠেছে বারবার। সে দাবি এদিন মেনে নেওয়ার পাশাপাশি বম্বে হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আদালতকে না জানিয়ে নানাবতী হাসপাতাল থেকে ছাড়ানো যাবে না ভারভারা রাওকে। পাশাপাশি হাসপাতালে নিয়ম-কানুন মেনে তার সঙ্গে দেখা করতে পারবেন শুধুমাত্র স্ত্রী ও পরিবারের সদস্যরা। এবং কোভিড চিকিৎসার যাবতীয় খরচ মহারাষ্ট্র সরকারকে বহন করার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালের তরফে। পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছিল গত তিন মাস ধরে তার ক্যাথিটার বদল করা হয়নি। জেলের মধ্যে শয্যাশায়ী হয়ে পড়েছেন তিনি।

আরও পড়ুন:লক্ষ্য একুশ: এখন থেকে মাসে ২দিন রাজ্যে থাকবেন অমিত শাহ, ৩দিন নাড্ডা

প্রসঙ্গত, ২০১৮ সালে ভীমা কোরেগাঁও হিংসার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল জনপ্রিয় কবি তথা সমাজকর্মী ভারভারা রাওকে। অভিযোগ ছিল রাও সহ বেশ কয়েকজনের ইন্ধনে সেদিন বিক্ষোভ দেখিয়েছিল দলিত সম্প্রদায়ের মানুষরা। যে বিক্ষোভে প্রাণহানির ঘটনাও ঘটে। তবে জেলবন্দি ৮০ বছর বয়সে ভারভারা রাও এর শারীরিক অবস্থা ক্রমশ খারাপের দিকে এহেন পরিস্থিতিতে তার বয়সের দিকে নজর দিয়ে একাধিকবার জামিনের আবেদন করে পরিবার। কিন্তু প্রতিবারই খারিজ হয়ে যায় সে আবেদন। এবার অবশ্য ভালো চিকিৎসার ক্ষেত্রে অনুমতি দেওয়া হল আদালতের তরফ।

spot_img

Related articles

ছিটমহলে এসআইআর নিয়ে জট! ফর্ম ফেরালেন পোয়াতুর কুঠির বাসিন্দারা

রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। মঙ্গলবার সকাল থেকে বাড়ি বাড়ি ফর্ম নিয়ে হাজির...

কমিশনের ‘ঐতিহাসিক’ SIR! আধার কার্ড বাতিলে যোগ্যতা নিয়েই প্রশ্ন তুললেন মমতা

ঘটা করে দেশের মানুষের জন্য আধার কার্ড ব্যবস্থা তৈরি করা হয়েছিল। যে কার্ডকে ইউনিক পরিচিতির নম্বর হিসাবে তুলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে বেধড়ক মার! বেঙ্গালুরুতে পুলিশি হেফাজতে মারধরের অভিযোগ শ্রমিক দম্পতির

বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক বাংলার এক দম্পতির উপর নৃশংস নির্যাতনের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সুন্দরী বিবি এবং তাঁর স্বামীকে...

নিউটাউনে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার: স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যুতে অভিযুক্ত বিডিও!

সোনা চুরির অভিযোগ। তার জেরে বাড়ি গিয়ে হুমকি দিলেন বিডিও। তারপর অপহরণ। শেষে অপহৃত স্বর্ণ ব্যবসায়ীর (gold businessman)...