Monday, August 25, 2025

কৃষকদের প্রতি উদাসীন সরকার, প্রতিবাদে আত্মঘাতী শিখ সন্ত

Date:

Share post:

মর্মান্তিক! কৃষি আইনের (agri law) বিরোধিতায় গত ২১ দিন ধরে দিল্লির প্রবল ঠাণ্ডা অগ্রাহ্য করে যে হাজার হাজার কৃষক বিক্ষোভ (farmers protest) দেখাচ্ছেন, তাদের প্রতি সরকারের নির্মম উদাসীনতা মেনে নিতে পারেননি তিনি। কেন্দ্রীয় সরকারের আচরণের প্রতিবাদে, কৃষকদের আন্দোলনকে সহমর্মিতা জানিয়ে আত্মঘাতী হলেন শিখ সন্ত বাবা রাম সিং (baba ram singh)। বেনজির এই ঘটনায় একইসঙ্গে শোক ও ক্ষোভ তীব্র হয়েছে আন্দোলনকারী কৃষকদের মধ্যে।

কৃষকদের দাবিকে সমর্থন করে শিখ সন্ত বাবা রাম সিং নিজে সিঙ্ঘু সীমান্তে কৃষক আন্দোলনে যোগদান করেছিলেন। আত্মহননের আগে এক চিঠিতে বাবা রাম সিং লিখেছেন, “সরকারের অন্যায়ের বিরুদ্ধে রাগ ও যন্ত্রণা প্রদর্শন করতেই আত্মহত্যার পথ বেছেছেন তিনি। তাঁর আশা, অন্তত এর পর সরকারের টনক নড়বে। জানা যায়, সিঙ্ঘু সীমান্ত থেকে ২ কিলোমিটার দূরে কুন্ডলির দিল্লি-সোনিপথ সীমান্তে ছিলেন ৬৫ বছরের প্রবীণ এই শিখ সন্ত। মৃত্যুর আগে তিনি চিঠিতে আরও লিখেছেন, “রাস্তায় আন্দোলনরত কৃষকদের অধিকার পাওয়ার জন্য যন্ত্রণা দেখলাম। সরকারের অন্যায় আচরণ দেখে আমি ব্যথিত। অন্যায় করা যেমন অপরাধ, অন্যায় সহ্য করাও অপরাধ।”

পুলিস সূত্রে জানা গিয়েছে, নিজের বৈধ রিভলবার থেকে গুলি করে আত্মঘাতী হন বাবা রাম সিং। ঘটনার পর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর কারনালে তাঁর বাড়িতে মৃতদেহ পাঠানো হয়।

এদিকে কৃষক নেতাদের দাবি, গত একুশ দিনের মধ্যে মোট ২০ জন আন্দোলনকারী প্রাণ হারিয়েছেন। আন্দোলনে মৃত কৃষকদের প্রতি শ্রদ্ধা জানাতে সারা দেশ জুড়ে ২০ ডিসেম্বর শ্রদ্ধাঞ্জলি দিবস পালনের কথা ঘোষণা করা হয়েছে। হরিয়ানার কারনালের সিংরা গুরুদ্বার থেকে আন্দোলনরত কৃষকদের জন্য ঠাণ্ডায় কম্বল বিতরণ করতে আসেন শিখ সন্ত রাম সিং। তিনিই প্রথম ব্যক্তি, যিনি কৃষকদের দাবির সমর্থনে আত্মঘাতী হলেন।

আরও পড়ুন : কৃষক আন্দোলন অচিরেই জাতীয় ইস্যু হবে, মন্তব্য সুপ্রিম কোর্টের

এই মর্মান্তিক ঘটনা নিয়ে সরব হয়েছেন শিরোমনি অাকালি দলের প্রধান সুখবীর সিং বাদল (sukhbir singh badal)। তিনি বলেন, কৃষক আন্দোলনে এসে আত্মঘাতী হয়েছেন সন্ত বাবা রাম সিং। এই খবর শুনে খুব কষ্ট হচ্ছে। সন্তজির মহান ত্যাগ বিফলে যাবে না। কেন্দ্রের কাছে আবেদন করছি, তিনটি কৃষি আইন প্রত্যাহার করা হোক। ঘটনাটি নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও ( rahul gandhi)। তিনি টুইট করে বলেন, দিল্লি সীমান্তের একাধিক জায়গায় কৃষকরা বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁরা মৃত্যু বরণ করছেন। এর পর কবে হুঁশ ফিরবে মোদি সরকারের? কৃষকদের কথা ভেবে নিজেদের জেদ ছেড়ে এই কৃষি আইন বাতিল করা হোক।

spot_img

Related articles

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...