Friday, August 22, 2025

‘শিবসেনা আমাদের বন্ধু’ ফড়নবিশের মন্তব্যে জল্পনা বাড়ছে মহারাষ্ট্রে

Date:

Share post:

দীর্ঘদিনের জোটসঙ্গী বিজেপিকে(BJP) ছেড়ে মহারাষ্ট্রের(Maharashtra) রাজনৈতিক সমীকরণ পাল্টে দিয়েছে শিবসেনা। এনসিপি(NCP) ও কংগ্রেসের(Congress) সঙ্গে জোট বেঁধে আরব সাগরের তীরে সরকারও গঠন করেছে তারা। তবে সময় যত গড়াচ্ছে মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রবিবার বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের একটি মন্তব্য জল্পনাকে আরো খানিক উসকে দিল। যে শিবসেনার সঙ্গে বিজেপির সম্পর্ক কার্যত আদায়-কাঁচকলায়। তাদের সম্পর্কে গিয়ে বার উল্টো সুর ধরা পরল ফড়নবিশের গলায়। রবিবার তিনি জানালেন, ‘বিজেপি-র শত্রু নয় শিবসেনা। কয়েকটি বিষয়ে দু’দলের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু দুই প্রাক্তন শরিক দলের মধ্যে রাজনীতি নিয়ে কোনও দ্বিমত নেই।’

মন্তব্যটি আপাত নিরীহ হলেও, রাজনৈতিক মহল এত খাটো করে বিষয়টিকে দেখতে রাজি নয়। তার কারণ সাম্প্রতিক সময়ে বিজেপি শিবসেনার নেতৃত্বদের ঘনিষ্ঠতা নানান জল্পনা তৈরি করেছে এরই মাঝে রবিবার ফড়নবিশ জানান, ‘আমাদের বন্ধু দল ২০১৯-এর বিধানসভা নির্বাচনে আমাদের সঙ্গেই ছিল।কিন্তু নির্বাচনের পরে তারা এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে হাত মেলায়।’

আরও পড়ুন:স্বাধীনতা দিবসে করোনামুক্ত বিশ্বের অঙ্গীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

ফড়নবিশের এই মন্তব্যের পর মহারাষ্ট্র রাজনীতিতে বিজেপি- শিবসেনা ঘনিষ্ঠতা নিয়ে যে জল্পনা শুরু হয়েছে তার প্রেক্ষিতে রবিবার মুখ খোলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেন, ‘বিজেপি এবং শিবসেনার নেতারা গোপনে বৈঠক করছেন, এ গুজব যত ছড়াবে ততই মহা বিকাশ অঘরি সরকার আরও শক্তিশালী হবে।’ যদিও বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, সরকারি কোনো অনুষ্ঠানে আমরা একে অপরের মুখোমুখি হলে সৌজন্যতার জায়গা থেকেই অভ্যর্থনা জানাই। উল্লেখ্য, সম্প্রতি কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে মহারাষ্ট্রের আগামী নির্বাচনগুলোতে একাই লড়বে তারা। কংগ্রেসের এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই জল্পনা বাড়তে শুরু করে তবে কি জোট সরকারের অন্দরে শরিকদের মধ্যে সংঘাতের ফাটল ধরতে শুরু করেছে। এরই মাঝে দেবেন্দ্র ফড়নবিশের এই মন্তব্য রাজনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ।

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...