Saturday, May 10, 2025

‘শিবসেনা আমাদের বন্ধু’ ফড়নবিশের মন্তব্যে জল্পনা বাড়ছে মহারাষ্ট্রে

Date:

Share post:

দীর্ঘদিনের জোটসঙ্গী বিজেপিকে(BJP) ছেড়ে মহারাষ্ট্রের(Maharashtra) রাজনৈতিক সমীকরণ পাল্টে দিয়েছে শিবসেনা। এনসিপি(NCP) ও কংগ্রেসের(Congress) সঙ্গে জোট বেঁধে আরব সাগরের তীরে সরকারও গঠন করেছে তারা। তবে সময় যত গড়াচ্ছে মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রবিবার বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের একটি মন্তব্য জল্পনাকে আরো খানিক উসকে দিল। যে শিবসেনার সঙ্গে বিজেপির সম্পর্ক কার্যত আদায়-কাঁচকলায়। তাদের সম্পর্কে গিয়ে বার উল্টো সুর ধরা পরল ফড়নবিশের গলায়। রবিবার তিনি জানালেন, ‘বিজেপি-র শত্রু নয় শিবসেনা। কয়েকটি বিষয়ে দু’দলের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু দুই প্রাক্তন শরিক দলের মধ্যে রাজনীতি নিয়ে কোনও দ্বিমত নেই।’

মন্তব্যটি আপাত নিরীহ হলেও, রাজনৈতিক মহল এত খাটো করে বিষয়টিকে দেখতে রাজি নয়। তার কারণ সাম্প্রতিক সময়ে বিজেপি শিবসেনার নেতৃত্বদের ঘনিষ্ঠতা নানান জল্পনা তৈরি করেছে এরই মাঝে রবিবার ফড়নবিশ জানান, ‘আমাদের বন্ধু দল ২০১৯-এর বিধানসভা নির্বাচনে আমাদের সঙ্গেই ছিল।কিন্তু নির্বাচনের পরে তারা এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে হাত মেলায়।’

আরও পড়ুন:স্বাধীনতা দিবসে করোনামুক্ত বিশ্বের অঙ্গীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

ফড়নবিশের এই মন্তব্যের পর মহারাষ্ট্র রাজনীতিতে বিজেপি- শিবসেনা ঘনিষ্ঠতা নিয়ে যে জল্পনা শুরু হয়েছে তার প্রেক্ষিতে রবিবার মুখ খোলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেন, ‘বিজেপি এবং শিবসেনার নেতারা গোপনে বৈঠক করছেন, এ গুজব যত ছড়াবে ততই মহা বিকাশ অঘরি সরকার আরও শক্তিশালী হবে।’ যদিও বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, সরকারি কোনো অনুষ্ঠানে আমরা একে অপরের মুখোমুখি হলে সৌজন্যতার জায়গা থেকেই অভ্যর্থনা জানাই। উল্লেখ্য, সম্প্রতি কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে মহারাষ্ট্রের আগামী নির্বাচনগুলোতে একাই লড়বে তারা। কংগ্রেসের এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই জল্পনা বাড়তে শুরু করে তবে কি জোট সরকারের অন্দরে শরিকদের মধ্যে সংঘাতের ফাটল ধরতে শুরু করেছে। এরই মাঝে দেবেন্দ্র ফড়নবিশের এই মন্তব্য রাজনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ।

 

spot_img

Related articles

কাশ্মীর থেকে রাজস্থান, ২৬ জায়গায় পাক হামলা! পঞ্জাবে আহত ৩

রাত বাড়তেই ভারতের সীমান্তবর্তী একের পর এক জায়গায় হামলার চেষ্টা পাকিস্তানের। পাকিস্তানের ড্রোন হামলায় পঞ্জাবারে ফিরোজপুরে একই পরিবারের...

IMF-এর ঋণ জঙ্গি কার্যকলাপে ব্যবহার! পাকিস্তানকে সাহায্যের বিরোধিতা ভারতের

আন্তর্জাতিক সংস্থা থেকে দেশের উন্নয়নে যে অর্থ সাহায্য করা হয় তা পাকিস্তান রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের (cross border terrorism) পিছনে...

পাকিস্তান উপাসনার স্থানেই আঘাত করছে: উদাহরণ পেশ বিদেশ মন্ত্রকের

পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগামে নির্দিষ্ট ধর্মীয় ক্ষেত্রে আঘাত করেছিল, যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার একটি ব্যর্থ চেষ্টা বলে...

ভারত-পাক উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে হাই-অ্যালার্ট! বাতিল ছুটি, চলছে কড়া নজরদারি 

পহেলগামে জঙ্গিহামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টা অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক। এমন...