ভুয়ো IAS দেবাঞ্জন দেব (Debanjan Dev) কাণ্ডের পর থেকে প্রতারণা ও জালিয়াতি নিয়ে সতর্ক রাজ্য পুলিশ তথা প্রশাসন। ভুয়ো CBI, CID তথা কল সেন্টার, একের পর পর জালিয়াতি কাণ্ডের পাণ্ডারা পুলিশের জালে।

তারই অঙ্গ হিসেবে এবার মেডিক্যাল কলেজে ভর্তি করার নাম করে ১২ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। এদিন কলকাতা থেকে ধৃত দু’জনকে ঝাড়গ্রামের আদালতে তোলা হয়। শুভাশিস পতি ও নিতু রায় নামে এই দুই অভিযুক্তকে গতকাল, বৃহস্পতিবার ঝাড়গ্রাম পুলিশ ও কলকাতা পুলিশের যৌথ অভিযানে কলকাতা থেকে গ্রেফতার করা হত।
পুলিশ সূত্রে খবর, ধৃত এক ব্যক্তি ও মহিলার কাছ থেকে দু’টি ল্যাপটপ, বেশ কয়েকটি ফোন এবং বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ খতিয়ে দেখছে আর কে বা কারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত। কোনও প্রভাবশালীর সেটাও দেখছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, ঝাড়গ্রাম শহরের বাসিন্দা অর্ণব ঘোষ দাস গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঝাড়গ্রাম সাইবার ক্রাইম বিভাগে প্রতারণার অভিযোগ দায়ের করেন। ধৃত দু’জন তাঁকে মেডিক্যাল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে ১২ লক্ষ টাকা নিয়েছে বলে দাবি দায়ের করেন অর্ণব। তাঁর এই অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

আরও পড়ুন- হাসিনার হাড়িভাঙ্গা আম পেয়ে ‘আপ্লুত’ মমতা, চিঠিতে লিখলেন, ‘আমি দু’হাত ভরে বিলিয়েছি ’
