Monday, August 25, 2025

অভিষেকের উপর হামলার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল নদিয়ার তৃণমূল সমর্থকরা

Date:

Share post:

ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হামলার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মী-সমথর্করা। মঙ্গলবার নদিয়ার ফুলিয়া বাসট্যান্ড সংলগ্ন জাতীয় সড়কে টায়ার জ্বেলে  প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি চালায় তাঁরা। ত্রিপুরায় বিজেপির নির্দেশেই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে বলে তাঁদের দাবি।

গতকাল ত্রিপুরায় অভিষেক বন্ধ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে এদিন গোটা নদিয়ার একাধিক জায়গায় বিক্ষোভ কর্মসূচি চালায় তৃণমূল কর্মী-সমর্থকরা। গতকালের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তাঁরা জানান, ত্রিপুরার বিজেপি সরকার এবং প্রশাসন একত্রিত হয়ে এই হামলা চালিয়েছে। কারণ বিজেপির নির্দেশেই ত্রিপুরার রাজ্য প্রশাসন কাজ করে। আর যদি তা না হলে প্রশাসনের সামনে কীভাবে তাদের একজন দলীয় সাংসদের ওপর হামলা চালানো হতে পারে,তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিন সকালে নদিয়ার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ৪০ মিনিট ধরে এই বিক্ষোভ কর্মসূচি চলে। প্রসঙ্গত , গতকাল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় পৌঁছতেই দফায় দফায় পথ অবরোধ, গো ব্যাক স্লোগান দিয়ে বিক্ষোভ দেখানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের নেতা থেকে কর্মী-সমর্থক সকলেই। এরপরই তৃণমূল সাংসদের উপর হামলার ঘটনাকে ধিক্কার জানিয়ে এদিন রাজ্যজুড়ে জেলায় জেলায় বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী-সমর্থকরা।

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...