বিজেপির যুব মোর্চার জাতীয় কর্মসমিতি ঘোষণা হতেই তুমুল ক্ষোভ শুরু। খবর হল এতে বাংলা থেকে মাত্র তিনজনকে নেওয়া হয়েছে। এর মধ্যে অনুপ সাহা একমাত্র বাংলা থেকে। অন্য দুজন, রাজু বিস্তা এবং অনিমেষ বিশ্বাস আসলে বাংলার নন। এদের মধ্যে অনিমেষ বিশ্বাসকে নিয়ে আরেক বিতর্ক। বিজেপির মধ্যেই অভিযোগ, এই অনিমেষ আদৌ বাংলার নন। শিবপ্রকাশের ঘনিষ্ঠ বলে এই নয়ডার বাসিন্দাকে বাংলার কোটায় নেওয়া হয়েছে। কিছুদিন আগে এর বিরুদ্ধে অন্য অভিযোগও উঠেছিল। বিজেপি মহল থেকেই সোমবার সোশ্যাল মিডিয়ায় এনিয়ে নানারকম পোস্ট ঘুরছে।

আরও পড়ুন-তালিবানি কবলমুক্ত হয়ে ঘরে ফিরলেন তমাল ভট্টাচার্য, শোনালেন অভিজ্ঞতার কথা

দলের এক যুবনেতা বলেন,” বাংলায় কী নেতার অভাব? আসলে এঁরা বাংলাকে গুরুত্ব দিতেই চান না। এঁরা নিজেদের প্রবাসী স্তাবকদের দিয়ে বাংলায় ছড়ি ঘোরাতে চান।” এদিকে খবর হল বিজেপির রাজ্য কমিটিতেও বেশ কিছু রদবদল আসছে। এনিয়ে আদি বনাম তৎকাল বিজেপির লড়াই ও লবিবাজি তুঙ্গে উঠেছে।
