Saturday, August 23, 2025

আরিয়ান কাণ্ডে এবার মোদিকে চিঠি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

আরিয়ান- মামলায় (Aryan Khan Drug Case) এবার রাজনৈতিক যোগ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Chief Minister of Maharastra Uddhav Thakre) চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) । চিঠির বিষয়বস্তু এনসিবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলিউডকে নিশানা করছে । বলিউড তারকাদের হেনস্তা করছে। শাহরুখপুত্র আরিয়ান খানকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে বলেও উদ্ধার দাবি করেছেন বলে জানা গিয়েছে । সুতরাং শাহরুখপুত্রকে ঘিরে মহারাষ্ট্র রাজ্য সরকার বনাম কেন্দ্রের বিরোধ আপাতত চরমে। কেন্দ্র বনাম রাজ্যের সঙ্ঘাতের পরিণতি কী হতে পারে, তা নিয়ে দুই সরকারের সাম্প্রতিক গতিবিধি বিশ্লেষণ করে এই প্রশ্ন তুলছেন কেউ কেউ।

 

এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক প্রথম দিন থেকেই এনসিবির কর্মপ্রক্রিয়া গিয়ে প্রশ্ন তুলেছিলেন । মাদক কাণ্ডের তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তোপ দেগেছেন বারবার। বুধবারও নবাব মালিক বলেছেন সমীর অসৎ উদ্দেশ্যে শাহরুখ -পুত্র আরিয়ানকে ফাঁসিয়েছেন। শুধু তাই নয় এর ফলস্বরূপ সমীরের চাকরি যেতে পারে বলেও তিনি হুমকি দিয়েছেন । আর এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নিজেই এ ব্যাপারে উদ্যোগী হয়ে কেন্দ্রকে চিঠি লেখায় বিষয়টি আরও মান্যতা পেল।

শাহরুখ ইস্যুতে এনসিপি ও শিবসেনা কেন্দ্রকে আক্রমণ শানাতে দেরি করেনি। কিন্তু কংগ্রেসে এখনো এই বিষয়ে বিষয়ে চুপ। মহারাষ্ট্র সরকার সূত্রে খবর, যে ভাবে এনসিবি-সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে বার বার

নানা বিষয় নিয়ে বলিউডের তারকাদের পিছনে লাগিয়ে দেওয়া হচ্ছে, তাতে প্রতিহিংসার ছায়া দেখছেন অনেকেই মহারাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তির অনেকটাই জুড়ে রয়েছে বলিউড । বলিউডের উপর নির্ভর করে শুধু তারকাদেরই নয়, লক্ষ লক্ষ মানুষের নিত্য অন্ন সংস্থান হয়। কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে সেই বিপুল উদ্যোগকে স্তব্ধ করে দিতে চাইছে বিজেপি। এমনটাই অভিযোগ শিবসেনা নেতা সঞ্জয় রাউতের।

এদিকে মঙ্গলবারই এনসিপি নেতা নবাব মালিক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ পাটিলের সঙ্গে দেখা করেন। মাদক কাণ্ড , শাহরুখ এবং আরিয়ান প্রসঙ্গ নিয়ে তাদের মধ্যে দীর্ঘক্ষন আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। আরিয়ান কাণ্ডে এনসিবি-র ভূমিকা খতিয়ে দেখার জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের সুপারিশ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর নবাব বলেন, ‘‘গোটা ঘটনাপ্রবাহে মুখ্যমন্ত্রী অত্যন্ত অসন্তুষ্ট। এতে বলিউডকে নিশানা করা হচ্ছে বলে মনে করেন তিনি। বিশ্বে হলিউডের পর এক মাত্র বলিউডই এমন জায়গা, যেখানে বিনোদনের সুবাদে লক্ষ মানুষের সংসার চলে। দেশের জিডিপি-তে বলিউডের অবদান প্রায় ২ থেকে ৩ শতাংশ। একে ধ্বংস করার চেষ্টা করলে শুধু মুম্বই নয়, তার আঁচ এসে লাগবে দেশের অর্থনীতিতেও।’’

advt 19

 

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...