Sunday, May 4, 2025

Mamata Banerjee in Mumbai: আজই পাওয়ার-মমতা বৈঠক

Date:

Share post:

বুধবার এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গে বৈঠকে বসছেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Mumbai)। এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মুম্বই সফরের প্রথম দিনেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)-পুত্র আদিত্য ঠাকরে (Aditya Thackeray) ও শিব সেনার অন্যতম শীর্ষ নেতা সঞ্জয় রাউতের (Sanjay Rout) সঙ্গে দেখা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বৈঠক এনসিপি নেতা পাওয়ারের সঙ্গে। মুম্বই সফরের দ্বিতীয় দিনে মমতা পাওয়ারের সঙ্গে বৈঠকে বসবেন। একথা মুম্বই যাওয়ার আগে  জানিয়েছেন তিনি।

বুধবার দুপুর ৩ টের পর পাওয়ার-মমতা বৈঠক হবে বলে জানা গিয়েছে। এদিন দুপুরেই এনসিপি প্রধানের বাসভবনে যাবেন মমতা। এই বৈঠক বিজেপি-বিরোধী জোটের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: Mamata: লক্ষ্য বিজেপি বিরোধিতা: আদিত্য-সঞ্জয়ের সঙ্গে দীর্ঘ আলোচনা মমতার

বুধবারই শিল্পপতিদের সম্মেলনে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পপতিদের ওই সম্মেলনে বক্তব্য রাখার কথা রয়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর। সেখানে গিয়ে শিল্পপতিদের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসার জন্যও আমন্ত্রণ জানাবেন মুখ্যমন্ত্রী (Chief Minister Mamata Banerjee)।

মঙ্গলবার মুম্বই পৌঁছেই প্রথমে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Mumbai)। মন্দির থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, আগেও একাধিকবার মুম্বই এসেছেন তিনি, কিন্তু কখনই সিদ্ধি বিনায়ক দর্শন করা হয়নি। এরপর শ্রদ্ধা জানান মুম্বই হামলায় নিহতদের স্মরণে তৈরি পুলিশ মেমোরিয়ালে। তারপর মমতার সঙ্গে হোটেলেই দেখা করতে যান উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরে ও শিব সেনা নেতা সঞ্জয় রাউত। তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তাও চলে।

spot_img
spot_img

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...