Monday, May 5, 2025

মঙ্গল-সন্ধ্যায় ওড়িশা যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সফরসূচিতে জগন্নাথধাম থেকে নবীন-সাক্ষাৎ

Date:

Share post:

গত সপ্তাহে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সঙ্গে সাক্ষাতের পরে এবার এই সপ্তাহে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের (Nabin Pattanayak) সঙ্গে বৈঠক করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে, তার আগে পুরীর মন্দিরে পুজো দেবেন তিনি। মঙ্গলবারই ৩দিনের ওড়িশা (Orissa) সফরে রওনা দেবেন তৃণমূল সুপ্রিমো।

একনজরে মমতার সফরসূচি-

• মঙ্গলবার সন্ধেয় ভুবনেশ্বর পৌঁছবেন মমতা। ওইদিন রাতে ভুবেনেশ্বরে থাকার কথা।
• বুধবার সকালে পুরীর মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। এর আগেও ওড়িশা সফরে জগন্নাথধামে পুজো দিয়েছিলেন তিনি।
• বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কয়ের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর।
• বৃহস্পতিবার বিকেলেই কলকাতার ফেরার কথা মমতার।

এই মুহূর্তে জাতীয় রাজনীতির প্রেক্ষিতে আঞ্চলিক দলের গুরুত্ব অনস্বীকার্য। গত সপ্তাহে সমাজবাদী পার্টির নেতা অখিলেশের সঙ্গে এক ঘণ্টা বৈঠক করেছেন তৃণমূল সুপ্রিমো। অখিলেশও আঞ্চলিক শক্তির উত্থানের উপর জোর দেন। এবার নবীন পট্টনায়া- মমতা বন্দ্যোপাধ্যায় কী আলোচনা হয়, সেটাই দেখার।

তবে সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িশা সফরের বিশেষ চমক হতে চলেছে পুরীতে বাংলার গেস্ট হাউস গড়ে তোলা। কোন এলাকায় গেস্ট হাউস করা যেতে পারে সেই বিষয়ে রাজ্যের পূর্ত দফতরের আধিকারিকরা প্রস্তুতি নিয়ে ফেলেছে। নকশাও কার্যত চূড়ান্ত করে ফেলেছেন খোদ মুখ্যমন্ত্রী। এবারের মমতার ওড়িশা সফরে সেই বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:৩ কিস্তিতে মেটাতে হবে সেনাকর্মীদের বকেয়া পেনশন, কেন্দ্রকে নির্দেশ শীর্ষ আদালতের


 

 

spot_img
spot_img

Related articles

সব জায়গায় সব মন্দির আছে, বিজেপি-র এত রাগ কেন: জগন্নাথধাম নিয়ে মোক্ষম জবাব মমতার

পুরীর মন্দিরকে সম্মান করি। সব জায়গায় সব মন্দির আছে। দিঘায় জগন্নাথমন্দির নিয়ে বিজেপির কটাক্ষের মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী...

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে...

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...