প্রায় ১৩ বছর পর বাংলাদেশের ছবিতে কামব্যাক করতে চলেছেন ‘মহাগুরু’ তথা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ‘প্রজাপতি’ তে অভিনয় করে দারুন প্রশংসা পেয়েছেন তিনি। এবার বাংলাদেশের ছবিতেও অভিনয় করতে চলেছেন মহাগুরু। ছবির নাম ‘হিরো’। বাংলাদেশের জনপ্রিয় চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবুর গল্প অবলম্বনে তৈরি এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন মিঠুন।

সম্প্রতি কলকাতায় এসেছিলেন চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু। মিঠুনের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের কথাও বলে গিয়েছেন তিনি। প্রসঙ্গত, ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল পরিচালক শক্তি সামন্তের ছবি অন্যায় ‘অন্যায় অবিচার’। এই ছবি থেকেই বাংলাদেশের সিনেমায় পা রাখেন মিঠুন। এরপর তাঁকে দেখা গিয়েছিল গোলাপি এখন বিলেতে ছবিতে। এবার পরিচালক কামারুজ্জামান রোমানের হিরো ছবির মধ্য়ে দিয়েই ঢলিউডে ফের ফিরছেন মিঠুন।

আরও পড়ুন- আমন্ত্রণ পেয়েও দিল্লিতে ‘পালিয়েছেন’ বিজেপি নেতারা! মিথ্যাচার ফাঁস তৃণমূলের
