Saturday, August 23, 2025

পয়লা বৈশাখে চমক বাগানের, চুনী গোস্বামী গেট-এর উদ্বোধনে গাভাস্কর

Date:

Share post:

পয়লা বৈশাখে চমক মোহনবাগানের। প্রথমবার মোহনবাগান ক্লাব তাঁবুতে পা পড়ছে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল মনোহর গাভাস্করের। পয়লা বৈশাখের বারপুজোয় ময়দানে সবুজ-মেরুন তাঁবু উৎসবের চেহারা নেবে।

গঙ্গাপাড়ের ক্লাবে এবার ঘটা করেই উৎসব পালিত হবে।উপলক্ষ, প্রথমবার ক্লাবের আইএসএল চ্যাম্পিয়ন হওয়া এবং বারপুজোর দিন প্রয়াত চুনী গোস্বামীর নামাঙ্কিত ক্লাব ফটকের আনুষ্ঠানিক উদ্বোধন। তাছাড়া মোহন জনতার দাবি মেনে ক্লাবের নামের আগে থেকে এটিকে শব্দও সরে গিয়েছে। বাংলা নববর্ষের প্রথম দিন তাই বাগানে উৎসবের রং আরও রঙিন। সেদিন ক্লাবের ‘চুনী গোস্বামী গেট’-এর উদ্বোধন করবেন গাভাস্কর। শনিবার বারপুজোর দিন সকাল সাড়ে দশটায় উদ্বোধন। চুনীর সঙ্গে ক্রিকেট খেলেছেন সানি। তাই গাভাস্করকে এনেই মোহনবাগান-রত্ন চুনীর নামাঙ্কিত ক্লাব ফটকের উদ্বোধন করতে চলেছেন কর্তারা।

গাভাস্করের সঙ্গে অনুষ্ঠানে থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও বাবুল সুপ্রিয়।মোহনবাগানপ্রেমী গায়ক বাবুল সেদিন সমর্থকদের গান শোনাবেন। বারপুজো হবে সকাল সাড়ে ন’টায়। দুপুর বারোটার সময় দোহার ব্যান্ডের সদস্যরা সঙ্গীত পরিবেশন করবেন।

এই নিয়ে এদিন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, “গাভাস্কর কখনও মোহনবাগান ক্লাবে আসেননি। সেই তিনি প্রথমবার আমাদের ক্লাবে আসবেন চুনী গোস্বামীর নামাঙ্কিত ক্লাবের গেট উদ্বোধন করতে। এটা ইতিহাস হয়ে থাকবে। ফুটবলে চুনীদা কিংবদন্তি, ক্রিকেটে কিংবদন্তি সুনীল গাভাস্কর। এমন সমাপতন ময়দানে বিরল।’’

সচিব আরও জানিয়েছেন, বারপুজোর দিন গেট উদ্বোধনী অনুষ্ঠানে গাভাস্করকে সংবর্ধনা দেবে ক্লাব। প্রাক্তন ভারত অধিনায়কের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হবে ক্লাবের পক্ষ থেকে। উপস্থিত থাকবেন চুনীর স্ত্রী বাসন্তী গোস্বামী। সঙ্গে থাকবেন প্রাক্তন ফুটবলার বলাই দে, মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, জেভিয়ার পায়াস, দীপেন্দু বিশ্বাস, বিক্রমজিৎ দেবনাথ, সুশীল সিং প্রমুখ।

আরও পড়ুন:একদিনের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম‍্যাচ হওয়ার ক্ষেত্রে এগিয়ে কলকাতা-চেন্নাই : রিপোর্ট

 

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...