হাম*লা হলে জবাব দিতে প্রস্তুত ভারত, ক*ড়া বার্তা জয়শংকরের

ভারত আর আগের মতো নেই। এখন ভারতে হামলা করার আগে দশবার ভাবতে হবে অন্য দেশকে। দেশের জাতীয় সুরক্ষায় (National Security) ব্যাঘাত ঘটালে কড়া জবাব দেবে ভারত (India)। পাকিস্তান (Pakistan) ও চিনকে (China) এভাবেই সতর্ক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। উগান্ডার (Uganda) একটি সমাবেশে এমনই বার্তা দিলেন বিদেশ মন্ত্রী।

উরি (Uri) ও বালাকোটের হামলার প্রসঙ্গ টেনে ভারতের শত্রু দেশের রাষ্ট্রকর্তাদের এভাবেই সতর্ক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। পাকিস্তানের নাম না করলেও তিনি যে ইসলামাবাদকে এক হাত নিয়েছেন সেটা তাঁর বক্তব্যেই স্পষ্ট।প্রবাসী ভারতীয়দের একটি সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে জয়শংকর (S Jaishankar) বলেন, এখন আর আগের ভারতকে দেখা হয় না। উরি বা বালাকোটের মতো ঘটনায় যদি দেশের সুরক্ষা বিঘ্নিত হয় তাহলে ভারত তার পালটা জবাব দিতে প্রস্তুত। বিগত কয়েক বছরে ভারত সীমান্তে সেনা সক্রিয়তা বাড়িয়েছে চিন। আর সেটা মোটেই ভালো ভাবে নেয়নি ভারত । চিনের পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন বিদেশমন্ত্রী। তিনি জানিয়েছেন ভারত এখন নিজের দেশে অস্ত্র তৈরি করে বিদেশে তার রফতানি করছে।বিদেশনীতি প্রণয়নের ক্ষেত্রে এখন ভারত স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে ভারত কোনও পক্ষ না নিয়েই নিজের অবস্থান স্পষ্ট করেছে। বিদেশের মাটিতে দাঁড়িয়ে জয়শঙ্করের এই বার্তা আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপটে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

Previous articleরাত পোহালেই পহেলা বৈশাখ, চূড়ান্ত প্রস্তুতি ঢাকার চারুকলা কেন্দ্রে
Next articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ