Thursday, November 6, 2025

বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যকে ফের জি.জ্ঞাসাবাদ, বিদ্যুতের বাড়িতে শান্তিনিকেতন থানার পুলিশ

Date:

Share post:

সোমবারের পর ফের বুধবার। ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বিশ্বভারতীর (Visva Bharati) সদ্য প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakraborty) বাড়িতে পুলিশ (Police)। এদিন সকালে তাঁকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করে শান্তিনিকেতন থানার পুলিশ (Shantiniketan Police)। প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় দায়ের হয়েছে ছ’টি মামলা। আর সেই মামলায় বিদ্যুতকে জিজ্ঞাসাবাদের জন্য এদিন সকালেই তাঁর বাসভবনে সদলবলে হাজির হয় পুলিশ।

সদ্য বিশ্বভারতীয় উপাচার্য পদে মেয়াদ শেষ হয়েছে বিদ্যুৎ চক্রবর্তীর। তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কর্মীদের পাশাপাশি বিভিন্ন মহল থেকে একাধিক প্রশ্ন উঠছিল। তাঁর ভূমিকা নিয়েও উঠেছিল বিস্তর প্রশ্ন। তবে বর্তমানে কলকাতা হাই কোর্টের দেওয়া রক্ষাকবচে কিছুটা স্বস্তিতে তিনি। জানা গিয়েছে, কলকাতা হাই কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই বিদ্যুৎ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করছে শান্তিপুর থানার পুলিশ। থানায় ডেকে নিয়ে যাওয়ার পরিবর্তে হাই কোর্টের নির্দেশ মেনেই বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আর সেই মতোই সোমবারের পর ফের বুধবার তাঁর বাসভবনে হাজির পুলিশ।

উল্লেখ্য, ফলক মামলা সহ আরও পাঁচ মামলা প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করতেই গত সোমবার বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। প্রশ্নোত্তর পর্বের পুরোটাই ভিডিও রেকর্ডিংয়ের পাশাপাশি তা লিখিত আকারেও নেওয়া হয় বিদ্যুতের থেকে। পরে তাতে সই করানো হয় প্রাক্তন উপাচার্যকে দিয়ে। উপাচার্য পদের মেয়াদ শেষের পরেই গত ১৪ নভেম্বর বিদ্যুৎ চক্রবর্তীকে শান্তিনিকেতন থানায় হাজিরার নোটিশ দেয় পুলিশ। কিন্তু তিনি হাজিরা না দিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। পরে হাইকোর্টের নির্দেশ মতোই গত সোমবার প্রথমবার তাঁর বাড়িতে যায় শান্তিনিকেতন থানার পুলিশ।

 

 

 

 

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...