Tuesday, November 11, 2025

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিধানসভায় আম্বেদকর মূর্তির সামনে ধর্না তৃণমূলের

Date:

Share post:

বাংলার বিরুদ্ধে লাগাতার কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মঙ্গলবার বিধানসভায় আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসলেন তৃণমূল বিধায়করা। মঙ্গলবার ৩ টে থেকে শুরু হয় এই ধর্না কর্মসূচি চলবে বিকেল ৫ টা পর্যন্ত। বছরের পর বছরের ধরে রাজ্যের ১০০ দিনের কাজ সহ অন্যান্য একাধিক প্রকল্পের টাকা অন্যায়ভাবে আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। তারই প্রতিবাদে শুরু হল ৩ দিনের এই ধর্না কর্মসূচি।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বাংলার টাকা আটকে রেখে বাংলার বিরুদ্ধে মিথ্যাচার করছে বিজেপি। রাজ্যের তরফে হিসেব দেওয়া হয়নি বলে অভিযোগ করছে ওরা। অথচ সমস্ত হিসেবে দেওয়া হয়েছে। তারপরও অন্যায়ভাবে ওরা(বিজেপি সরকার) টাকা আটকে রেখেছে। আর সেই মিথ্যা তত্ত্ব প্রমাণ করতে বুধবার রাজ্যে সভা করছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। এরই প্রতিবাদ স্বরূপ ধর্না কর্মসূচি পালন করছে তৃণমূল। শুধু তাই নয়, আগামিকাল তৃণমূলের তরফে কালা দিবস পালন করা হবে। ওইদিন বিধানসভায় তৃণমূলের সকল বিধায়ক কালো পোশাক পরে আসবেন। তৃণমূলের অভিযোগ, রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি। মিথ্যা অভিযোগ আনা হচ্ছে রাজ্যের বিরুদ্ধে। আবার তারাই মিথ্যা অভিযোগ এনে সভা করছে। এরই প্রতিবাদে এই ধর্না কর্মসূচি তৃণমূলের।

মঙ্গলবার বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে তৃণমূলের এই ধর্না কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, মলয় ঘটক, সুজিত বসু, ফিরহাদ হাকিম, অরূপ রায়, স্নেহাশিস চক্রবর্তী, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, রত্না চট্টোপাধ্যায়, বিরবাহা হাঁসদা সহ তৃণমূলের অন্যান্য বিধায়করা।

spot_img

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...