Sunday, November 9, 2025

রেকর্ড ভিড় গঙ্গাসাগরে! মকরসংক্রান্তির আগেই স্নান ৪৫ লক্ষ পুণ্যার্থীর

Date:

Share post:

মকর সংক্রান্তির পুণ্যস্নানের আগেই গঙ্গাসাগরে রেকর্ড। শনিবার দুপুর পর্যন্ত গঙ্গাসাগরে ৪৫ লক্ষ পুণ্যার্থী পুণ্য-স্নান সেরেছেন। রবিবার রাত ১২টা ১৩মিনিট থেকে শুরু হবে পুণ্য-স্নান। চলবে সোমবার রাত ১২টা ১৩ মিনিট পর্যন্ত। কিন্তু তার আগেই পুণ্যস্নানের ঢল নেমেছে গঙ্গাসাগরে।

মিলন তীর্থ গঙ্গাসাগরকে পুণ্যার্থীদের কাছে সহজ ও সুগম করে তুলতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। মুড়ি গঙ্গা নদীতে পুণ্যার্থীদের পারাপারের জন্য ২২টি জেটি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি তীর্থযাত্রীদের চলাচলের জন্য ২৫০০ বাস, ৬টি বার্জ, ৩৮টি ভেসেল ও ১০০টি লঞ্চের ব্যবস্থা রয়েছে। ঘন কুয়াশার কারণে নিরাপদে পারাপারের জন্য কুয়াশাভেদি আলোর ব্যবস্থাও রাখা হয়েছে। অত্যাধুনিক জিপিএস প্রযুক্তির মাধ্যমে উপগ্রহের সাহায্যে নজরদারিও চলছে। এছাড়া তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য অধিক সংখ্যায় উন্নততর যাত্রী নিবাসের বন্দোবস্ত করা হয়েছে।

সুরক্ষার স্বার্থে ১৪ হাজারের বেশি পুলিশ, ১৮টি অ্যান্টিক্রাইম পেট্রোলিং টিম ও ১৮টি ফুট পেট্রোলিং টিম কাজ করছে মেলা গ্রাউন্ডে। ৪৩টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে চলছে নজরদারি। ভিড় নিয়ন্ত্রণে করা হয়েছে ৫৪৮টি ড্রপ গেট। ২৪০০ জন সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক ও অসামরিক প্রতিরক্ষা দফতরের জল-প্রহরী মোতায়েন করা হয়েছে। মেলাতে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য শনিবার পর্যন্ত ১৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গঙ্গাসাগর মেলা নজরদারিতে রয়েছেন রাজ্যের একাধিক মন্ত্রী।মেলা প্রাঙ্গণে রয়েছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিক, বঙ্কিমচন্দ্র হাজরা, সুজিত বোস, ইন্দ্রনীল সেন ও জেলা প্রশাসনের আধিকারিকরা। গঙ্গাসাগর মেলা উপলক্ষে সাগরের পুণ্য-তটে এবারও মহাসাগর আরতির আয়োজন করা হয়েছে। ওয়েব টেলিকাস্টের মাধ্যমে তা ছড়িয়ে পড়ছে দেশে-বিদেশে।

আরও পড়ুন- ‘দুষ্টু’ লোকের পর্দা ফাঁস! মুক্তি পেল ব্রাত্য বসু পরিচালিত ‘হুব্বা’র নতুন গান

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...