Sunday, January 11, 2026

এশিয়া কাপ: মরুদেশের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া, জানুন সম্ভাব্য প্রথম একাদশ

Date:

Share post:

বুধবার  এশিয়া কাপে ( Asia cup) অভিযান শুরু করছে ভারত (India)। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি (UAE)। তার আগে ভারতের প্রথম একাদশ নিয়ে নানা রকম জল্পনা চলছে।  সব থেকে বেশি চর্চা হচ্ছে সঞ্জু স্যামসনকে নিয়ে কারণ দলে ব্যাটিং গভীরতা বৃদ্ধি করতে সঞ্জুর বদলে জিতেশ শর্মাকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট।

কোচ গৌতম গম্ভীর সাধারণত বিশেষজ্ঞ ব্যাটার ও বোলারদের তুলনায় অলরাউন্ডারদের বেশি দলে রাখতে চান কারণ টি২০ তো তাঁরাই ম্যাচ জেতান। ফলে ভারতীয় দলে অলরাউন্ডারের খেলার সম্ভাবনা বেশি।  মরু দেশের বিরুদ্ধে তাতে সাত ব্যাটার ও চার  বোলারে নামতে চলেছে ভারত।

*ভারতের সম্ভাব্য একাদশ হতে পারে- অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং।

ভারতীয় দলের গভীরতা নিয়ে সন্দেহ নেই। বিশেষ করে ব্যাটিং বিভাগে।।  খাতায়-কলমে শক্তিশালী দল হলেও অনেক ফাঁকফোকর রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে রানের মধ্যে নেই অধিনায়ক সূর্যকুমার। রিঙ্কু সিংকে নিয়ে বহুদিন ধরেই প্রশ্নচিহ্ন উঠছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে একরাশ বিতর্ক ধাওয়া করেছে ভারতীয় দলকে। ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবারও  খেতাব ধরে রাখাই লক্ষ্য টিম ইন্ডিয়ার।

ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, “ক্রিকেটে আগ্রাসন অপরিহার্য এবং আগ্রাসন ছাড়া এই খেলায় জয়লাভ করা কঠিন। আগ্রাসন সবসময় মাঠে থাকবে, আগ্রাসন ছাড়া, এই খেলা খেলা সম্ভব নয় বলেই আমি মনে করি। আর মাঠে নামার জন্য খুবই আগ্রহী।”

২০২৩ সালে একদিনের  ফর্ম্যাটে হয়েছিল এশিয়া কাপ। আগের বারের তুলনায় এবার বেশি অঙ্কের পুরস্কার পাবে দলগুলি। কিন্তু চলতি এশিয়া কাপ হচ্ছে টি২০ ফর্ম্যাটে, খেলার ওভার কমলেও পুরস্কার মূল্য বৃদ্ধি পাচ্ছে।

সূত্রের খবর চলতি এশিয়া কাপে চ্যাম্পিয়ন দলকে ২ কোটি ৬০ লক্ষ টাকা দেওয়া হবে। এ বার যে দল রানার্স হবে তারা ১ কোটি ৩০ লক্ষ টাকা পাবে। প্রতিযোগিতার সেরা ক্রিকেটারকে দেওয়া হবে ১২ লক্ষ ৫০ হাজার টাকা। তবে  এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে পুরস্কার মূল্যের বিষয়ে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি।

*খেলা শুরু ভারতীয় সময় রাত ৮টা*

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...