Friday, November 14, 2025

এশিয়া কাপ: মরুদেশের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া, জানুন সম্ভাব্য প্রথম একাদশ

Date:

Share post:

বুধবার  এশিয়া কাপে ( Asia cup) অভিযান শুরু করছে ভারত (India)। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি (UAE)। তার আগে ভারতের প্রথম একাদশ নিয়ে নানা রকম জল্পনা চলছে।  সব থেকে বেশি চর্চা হচ্ছে সঞ্জু স্যামসনকে নিয়ে কারণ দলে ব্যাটিং গভীরতা বৃদ্ধি করতে সঞ্জুর বদলে জিতেশ শর্মাকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট।

কোচ গৌতম গম্ভীর সাধারণত বিশেষজ্ঞ ব্যাটার ও বোলারদের তুলনায় অলরাউন্ডারদের বেশি দলে রাখতে চান কারণ টি২০ তো তাঁরাই ম্যাচ জেতান। ফলে ভারতীয় দলে অলরাউন্ডারের খেলার সম্ভাবনা বেশি।  মরু দেশের বিরুদ্ধে তাতে সাত ব্যাটার ও চার  বোলারে নামতে চলেছে ভারত।

*ভারতের সম্ভাব্য একাদশ হতে পারে- অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং।

ভারতীয় দলের গভীরতা নিয়ে সন্দেহ নেই। বিশেষ করে ব্যাটিং বিভাগে।।  খাতায়-কলমে শক্তিশালী দল হলেও অনেক ফাঁকফোকর রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে রানের মধ্যে নেই অধিনায়ক সূর্যকুমার। রিঙ্কু সিংকে নিয়ে বহুদিন ধরেই প্রশ্নচিহ্ন উঠছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে একরাশ বিতর্ক ধাওয়া করেছে ভারতীয় দলকে। ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবারও  খেতাব ধরে রাখাই লক্ষ্য টিম ইন্ডিয়ার।

ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, “ক্রিকেটে আগ্রাসন অপরিহার্য এবং আগ্রাসন ছাড়া এই খেলায় জয়লাভ করা কঠিন। আগ্রাসন সবসময় মাঠে থাকবে, আগ্রাসন ছাড়া, এই খেলা খেলা সম্ভব নয় বলেই আমি মনে করি। আর মাঠে নামার জন্য খুবই আগ্রহী।”

২০২৩ সালে একদিনের  ফর্ম্যাটে হয়েছিল এশিয়া কাপ। আগের বারের তুলনায় এবার বেশি অঙ্কের পুরস্কার পাবে দলগুলি। কিন্তু চলতি এশিয়া কাপ হচ্ছে টি২০ ফর্ম্যাটে, খেলার ওভার কমলেও পুরস্কার মূল্য বৃদ্ধি পাচ্ছে।

সূত্রের খবর চলতি এশিয়া কাপে চ্যাম্পিয়ন দলকে ২ কোটি ৬০ লক্ষ টাকা দেওয়া হবে। এ বার যে দল রানার্স হবে তারা ১ কোটি ৩০ লক্ষ টাকা পাবে। প্রতিযোগিতার সেরা ক্রিকেটারকে দেওয়া হবে ১২ লক্ষ ৫০ হাজার টাকা। তবে  এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে পুরস্কার মূল্যের বিষয়ে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি।

*খেলা শুরু ভারতীয় সময় রাত ৮টা*

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...