আজ মহালয়া। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা আর কিছু সময়ের অপেক্ষা মাত্র। আকাশে বাতাসে বাঙালির শ্রেষ্ঠ পুজো শারদোৎসবের (Durga Puja) আমেজ। প্রত্যেক বছর মহালয়ার দিন প্রকাশিত হয় তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’র (Jago Bangla) উৎসব সংখ্যা। সেই নিয়ম মেনেই এবছরও নজরুল মঞ্চে (Nazrul Mancha) বিকাল ৩টেয় সেই পত্রিকার প্রকাশ করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। থাকবেন রাজ্যের মন্ত্রী বিধায়ক ও অন্যান্য নেতাকর্মীরা। এদিন মুখ্যমন্ত্রীর লেখা ও সুরে ১৭ গানের অ্যালবামও প্রকাশিত হতে চলেছে।

সারা বছর যে পাঁচ দিনের অপেক্ষায় অক্লান্ত পরিশ্রম করে বাঙালি, এবার সেই উৎসবের মুহূর্তের কাউন্টডাউন শুরু। এদিন বেশ কিছু পুজো উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শনিবার (২০ সেপ্টেম্বর) উৎসবের সূচনায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, মহালয়ায় তাঁর লেখা ও সুরে দু’টি সিডি প্রকাশিত হবে। মোট ১৭ টি গান রয়েছে সেখানে।গানগুলি গেয়েছেন ইন্দ্রনীল সেন, নচিকেতা চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, তৃষা পাড়ুই প্রমুখ। ‘জাগো বাংলা’র পত্রিকা প্রকাশের পরই মহানগরীতে একের পর পুজোর উদ্বোধন করবেন মমতা তালিকায় রয়েছে – নাকতলা উদয়ন, ৯৫ পল্লী, যোধপুর পার্ক, বাবুবাগান, চেতলা অগ্রণীর মতো হেভিওয়েট পুজোও।

–

–

–

–

–

–

–

–