অক্টোবরের শেষ সপ্তাহে রোদ ঝলমলে দক্ষিণবঙ্গের দেখা মিললেও উইকেন্ডে পাহাড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। মৌসম ভবনের দেওয়া তথ্য অনুযায়ী দক্ষিণ আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে। এর জেরে আবহাওয়ার বড় ভোলবদলের সম্ভাবনা রয়েছে। ছট পুজোতে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।

হাওয়া অফিস মনে করছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ দক্ষিণ-পূর্ব আরব সাগরের নিম্নচাপের সঙ্গে মিশবে। যদিও আরবসাগরে শক্তিশালী সিস্টেম তৈরি হলেও তার ল্যান্ডফলের সম্ভাবনা কম। তবে আন্দামান সাগরের যে ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে তা আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা জোরালো হচ্ছে।ভারী বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরল, মাহে, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, তামিলনাড়ু, পণ্ডিচেরি, করাইকাল সংলগ্ন এলাকায়।আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস।

বাংলায় নিম্নচাপের সরাসরি প্রভাব না পড়লেও শুক্রবার দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে মোটামুটি রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও আগামী সপ্তাহ থেকে ফের বৃষ্টি হতে পারে। জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই।

–

–

–

–

–

–
–

