মদের আসরে বচসার জেরে খুন! শনির সকালে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় (Deganga, North 24 parganas) দিনমজুরের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম (Bablu Karmakar)।দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তি প্রায়ই মদের আসর বসাতেন। শুক্রবার রাতেও তাঁর বাড়িতে বহিরাগতদের দেখা যায় বলে দাবি পরিবারের সদস্যদের। সেখানেই বচসার জেরে কুপিয়ে খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করেছে দেগঙ্গা থানার পুলিশ (Deganga Police Station)। তদন্তে নেমে একজনকে আটক করা হয়েছে।

–

–

–

–

–

–

–



