অধিনায়ক নন, তবু সিডনির মাঠে অধিনায়কচিত কাজটা করে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তা সে ফিল্ডিং সাজানো হোক বা বোলারকে উৎসাহ দেওয়া। সিরিজ হেরে সিডনিতে আত্মসম্মানের লড়াইয়ে প্রথমে ফিল্ডিং করতে বাধ্য হয় টিম ইন্ডিয়া (Team India)। এই নিয়ে টানা ১৮ বার টস হারলো মেন ইন ব্লু। তবে প্রথম থেকেই দাপট দেখালেন ভারতীয় বোলাররা। তবে বিশেষভাবে নজর কাড়লেন গত কয়েক ম্যাচে তুমুল সমালোচিত হওয়া হর্ষিত রানা (Harshit Rana)। ক্যাপ্টেন্সি হারানো রোহিতের পরামর্শেই এই ম্যাচে তাঁর দখলে চার উইকেট। প্রাক্তন অধিনায়কের ক্রিকেট মগজাস্ত্রের প্রশংসায় অনুরাগী-বিশেষজ্ঞ থেকে সমালোচকরাও। ৫০ ওভার সম্পূর্ণ হওয়ার আগেই তৃতীয় ওয়ানডেতে অজিদের ২৩৬ রানে অলআউট করল ভারত।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের মাঝে দেখা যায় হর্ষিত রানাকে পরামর্শ দিচ্ছেন ভারতের হিটম্যান। তাঁর বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাবে না তিনি আর অধিনায়ক নন। খেলার সময় ফিল্ড সাজানো থেকে শুরু করে প্রথম ইনিংস শেষে মাঠ ছাড়ার সময় সকলের জন্য অপেক্ষা করে রোহিত যেন অচিরেই বুঝিয়ে দিলেন তিনি কর্তব্য থেকে একচুল সরেন নি। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের ৩৮তম ওভারে ৫ উইকেট হারিয়ে অজিদের রান ছিল ১৯৮।ম্যাচের মাঝে হর্ষিতের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন রোহিত।

তারপরই ১৪১ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করেন রানা। স্টার্কের খোঁচায় ক্যাচ যায় ফার্স্ট স্লিপে দাঁড়িয়ে থাকার রোহিতের হাতে। বোঝা যায় প্রাক্তন ক্যাপ্টেনের টিপস কাজে লেগেছে। নিজের শততম ক্যাচ মিস করেননি হিটম্যান।


হর্ষিত রানা দুর্দান্ত স্পেলে ৪ উইকেট নিলেন। শেষ দিকে পর পর উইকেট হারিয়ে ৪৬.৪ ওভারে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া। সিডনিতে ম্যাচ জিততে ভারতের সামনে লক্ষ্য ২৩৭ রান।

–

–

–

–

–

–
–
–


