বাংলায় ক্ষমতায় এলে বাঙালির জন্য না কি বিজেপি প্রভূত উন্নয়ন করবে। অথচ সাম্প্রতিক উদাহরণ স্পষ্ট করছে, কীভাবে শুধুমাত্র বাঙালি বলে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কীভাবে অত্যাচারিত হয়েছে জাতি-ধর্ম-পেশা নির্বিশেষে বাঙালি। ভুরি ভুরি এই ঘটনার পরেও বিজেপি সেকেন্ড ইন-কমান্ড অমিত শাহর (Amit Shah) মুখে একবারও বাংলার অত্যাচারিত (Bengali torture) সেই মানুষের কথা নেই। তারপরেও বাংলায় ক্ষমতায় এলে তারা বাঙালির বাড়িতে ঢুকে বাঙালিকে মারবে, আশঙ্কা প্রকাশ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (AITC)।

যেভাবে বিজেপি শাসিত রাজ্যে বারবার বাঙালির সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, তারপরেও বাংলা দখলের স্বপ্ন বিজেপির। আর সেখানেই তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের (Samirul Islam) প্রশ্ন, বাংলায় এসে অমিত শাহ বড় বড় কথা বলছেন। বিজেপি নাকি বাংলাকে সুখে–শান্তিতে রাখবে! যারা বাঙালি দেখলেই মারধর করে, বাংলায় কথা বললেই খুন পর্যন্ত করে— তারাই আবার বাংলার উন্নয়নের কথা বলছে! প্রতিদিন বিজেপি শাসিত রাজ্যগুলোতে শুধু বাংলায় কথা বলার অপরাধে পুলিশের অত্যাচার চলছে। বিজেপির নেতারা প্রকাশ্যে বাঙালিদের অপমান করছে। দলে দলে বাঙালি শুধু বাংলায় কথা বলার জন্য মার খাচ্ছে বিজেপির দালালদের হাতে। সাংবিধানিক অধিকার লঙ্ঘন হচ্ছে প্রতিদিন। নিজেদের রুজিরুটি ছেড়ে পালিয়ে আসছে বাংলার মানুষ। আমাদের এখানেও তো সারা দেশের বিভিন্ন রাজ্যে থেকে দেড় কোটি মানুষ (migrant) থাকেন। তাঁরা সবাই আমাদের আপনজন। তবে বিজেপি (BJP) কেন বাংলাকে (Bengali) আপন করতে পারে না?

আরও পড়ুন : বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের অত্যাচার! নিন্দায় সরব মুখ্যমন্ত্রী
আদতে বিজেপির যে চেহারা বাংলার মানুষ প্রত্যক্ষ করেছে, তাঁদের যে বাংলায় ক্ষমতায় আনার কথা তারা ভাবতেও পারে না, তা স্পষ্ট করে সামিরুলের দাবি, আজ আমাদের ভাই-বোনদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে শুধুমাত্র বাংলায় (Bengali) কথা বলার জন্য মারধর করা হচ্ছে। এখনও এরা বাংলায় দাঁত ফোটাতে পারেনি। এই বিষাক্ত বিজেপিকে (BJP) যদি কোনওদিন ক্ষমতায় আনার কথা স্বপ্নেও ভাবেন, তবে তারা বাংলায় কথা বলার অপরাধে আপনার বাড়িতেও ঢুকে আপনাকে মারবে। যারা বাংলা আর বাঙালিকে এত ঘৃণা করে, তাদেরকে বাংলার কোনওদিন ক্ষমা করবে না। বাংলার মানুষ চুপ করে থাকবে না।

Amit Shah has come to Bengal and is making tall claims. The BJP says it will keep Bengal peaceful and prosperous!
Those who beat people up just for being Bengali, who even go so far as to kill someone for speaking Bengali, are now talking about Bengal’s development! Every day in…
— Samirul Islam (@SamirulAITC) December 31, 2025
–

–

–

–

–



