Monday, December 29, 2025

ফের শীর্ষে আম্বানিই, ফোর্বসের তালিকায় ভারতের প্রথম 10 ধনী কারা?

Date:

Share post:

ফোর্বস প্রতি বছরই ভারতের ধনীতমদের একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকা নিয়ে আগ্রহও থাকে তুমুল। ফোর্বস- তালিকায় এবার দেখা যাচ্ছে, 100 জনের বেশি ভারতীয় শিল্পপতির সম্পত্তির পরিমাণ গত বছরের তুলনায় কমেছে। কয়েকজন শিল্পপতি আবার এই মন্দার সময়েও সম্পত্তির পরিমাণ বাড়িয়ে নিয়ে নিজের জায়গা ধরে রেখেছেন। সম্প্রতি ফোর্বস ভারতের ধনীদের যে তালিকা প্রকাশ করেছে তাতে প্রথম 10 ধনী কারা দেখে নিন।

■ গত 11 বছর ধরেই ভারতের ধনীতম ব্যক্তি রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। এ বারেও সেই জায়গাটা আম্বানিরই। তাঁকে টপকে প্রথম স্থান কেউ নিতে পারেননি। ফোর্বসের বিচারে 2019 সালেও তিনিই ভারতের ধনীতম ব্যক্তি। তাঁর সম্পত্তির পরিমাণ 3 লক্ষ 65 হাজার কোটি টাকা।

■ টেক-টাইকুন আজিম প্রেমজি দ্বিতীয় স্থানে ছিলেন 2018 সালেও। কিন্তু গত এক বছরে সম্পত্তির হিসাবে তিনি নেমে গিয়েছেন 17 নম্বরে। আর দ্বিতীয় ধনী হিসাবে উঠে এসেছেন গৌতম আদানি। তাঁর সম্পত্তির পরিমাণ 1 লক্ষ 11 হাজার কোটি টাকা।

Image result for gautam adani

আরও পড়ুন – মোদির সঙ্গে বসে দক্ষিণী পদ খেলেও পাকিস্তানকেই 300 ট্যাঙ্ক দিচ্ছেন জিনপিং

■ আম্বানি এবং আদানির পর ভারতীয় ধনীদের তালিকায় তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছেন অশোক লেল্যান্ডের মালিক হিন্দুজা ব্রাদার্স। তাঁর সম্পত্তির পরিমাণ 1 লক্ষ 10 হাজার কোটি টাকা।

■ চতুর্থ স্থানে রয়েছেন পালোনজি গ্রুপের পালোনজি মিস্ত্রি। তাঁর সম্পত্তির পরিমাণ 1 লক্ষ 6হাজার কোটি টাকা।

Image result for pallonji mistry

■ ধনীতম তালিকার প্রথম পাঁচে স্থান পেয়েছেন কোটাক মহেন্দ্র গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর উদয় কোটাক। তাঁর সম্পত্তির পরিমাণ 1 লক্ষ 5 হাজার কোটি টাকা।

Image result for uday kotak

■ HCL-এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান শিব নদর রয়েছেন ষষ্ঠ স্থানে।1 লক্ষ 2 হাজার কোটি টাকার সম্পত্তি তাঁর।

■ সপ্তম স্থানে রয়েছেন ডিমার্টের প্রতিষ্ঠাতা রাধাকৃষ্ণ দামানি। সম্পত্তির পরিমাণ 1 লক্ষ 2 হাজার কোটির কিছু কম।

Image result for radhakishan damani

■ অষ্টম ভারতীয় ধনী হল গোদরেজ পরিবার। সম্পত্তির পরিমাণ 85 হাজার কোটি টাকা।

■ নবম ধনী হলেন লক্ষ্মী মিত্তল। স্টিল ম্যাগনেট লক্ষ্মী মিত্তলের সম্পত্তির পরিমাণ 74 হাজার 490 কোটি টাকা।

Image result for lakshmi mittal

■ দেশের দশম ধনী ভারতীয় হলেন আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লা। তাঁর সম্পত্তির পরিমাণ 68 হাজার কোটি টাকা।

Image result for kumarmangalam birla

আরও পড়ুন – মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে মুদ্রা চালুর ঘোষণা ব্রিটেনেরপাক বংশোদ্ভূত অর্থমন্ত্রীর

‘নিউকামার’::

2019-এ 6 জন ‘নিউকামার’ রয়েছেন ফোর্বস তালিকায়। তাঁরা অবশ্য কেউই প্রথম দশে স্থান পাননি। যেমন তালিকার 72 নম্বরে রয়েছেন বাইজু লার্নিং অ্যাপের স্রষ্টা বাইজু রবীন্দ্রন। তাঁর সম্পত্তির পরিমাণ 13 হাজার 500 কোটি টাকা।

তারপর 86 নম্বরে রয়েছেন মনোহর লাল এবং হলদিরামের মধূসুদন আগরওয়াল। তাঁদের সম্পত্তির পরিমাণ 12 হাজার কোটি টাকা বা 1.7 বিলিয়ন ডলার। আর 10 হাজার কোটি টাকা বা 1.5 বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে জাকুয়ারের রাজেশ মেহরা রয়েছেন 95 নম্বরে।

আরও পড়ুন – আজ মোদি-শি বৈঠক, সৌহার্দ্যের আবহে তার আগে ডিনার টেবিলেই দীর্ঘ কথা দুই রাষ্ট্রনেতার

spot_img

Related articles

আজ বিষ্ণুপুর বিধানসভায় ‘সেবাশ্রয় ২’ স্বাস্থ্যশিবির পরিদর্শনে যাবেন অভিষেক

ডায়মন্ড হারবার লোকসভার সব নাগরিকদের সুস্বাস্থ্যের লক্ষ্যে ডিসেম্বরের গোড়া থেকে 'সেবাশ্রয় ২' (Sebaashray 2) ক্যাম্প চালু করেছেন তৃণমূল...

অন্ধ্রপ্রদেশে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক কামরা

রবিবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের ইয়ালামানচিল্লিতে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। ১৫৮ জন যাত্রীবোঝাই ট্রেনে প্যান্ট্রি কারের ঠিক পাশেই দুটি কোচে...

আজ দুর্গা অঙ্গনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, ১৭ একরেরও বেশি জমিতে প্রকল্পের সূচনা

নিউটাউনে আজ 'দুর্গা অঙ্গন'-এর শিলান্যাস করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিঘার জগন্নাথ মন্দির (Jagannath Temple) নির্মাণের...

ভুয়োর রাজ্য যোগীরাজ্য! বাতিল ৩ কোটির বেশি ভোটার

SIR প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বিজেপির তরফে দাবি করা হয়েছিল, বাংলায় নাকি ‘অনুপ্রবেশকারী’ ভোটারে ভরে গিয়েছে এবং তাই...