মনোনয়ন জমা দিয়ে শর্তের জল্পনা ওড়ালেন সৌরভ

মনোনয়ন জমা দিতে দুপুর ১.১৫ মিনিটে মুম্বইয়ের বিসিসিআই অফিসে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে জয় শাহ। অফিসে ঢুকলেন শ্রীনিবাসন, রাহুল জুহুরিদের সঙ্গে। স্বভাবতই একঝাঁক প্রশ্ন। বিজেপির প্রচারের মুখ হওয়ার শর্তেই বোর্ড প্রেসিডেন্ট হওয়ার জল্পনা উড়িয়ে সৌরভ বললেন, একেবারেই এমন কিছু হয়নি। কেউই আমাকে এ বিষয়ে কিছু বলেনি। ভারতীয় দলের অধিনায়ক, তারপর ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। দুই অনুভূতির কথা বলতে গিয়ে সৌরভ বলেন, ক্যাপ্টেন হওয়া আর বোর্ড প্রেসিডেন্ট হওয়ার মধ্যে আসমান জমিন ফারাক। ক্যাপ্টেন ইজ সামথিং ডিফারেন্ট। তবে কোনওদিন বোর্ড প্রেসিডেন্ট হব ভাবিনি। যদিও অমিত শাহর সঙ্গে বৈঠকে সৌরভ স্পষ্ট করে দেন, হয় প্রেসিডেন্ট, নতুবা নয়।

সৌরভের বক্তব্য, সাম্প্রতিক কিছু ঘটনায় বোর্ডের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। দায়িত্ব পেয়ে খুশি। ভোটে হোক বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় হোক, কাজ করার সুযোগ পেয়েছি। বিসিসিআই বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বড় সংস্থা। পাওয়ার হাউস। ফলে চ্যালেঞ্জ থাকবে। আমিও তৈরি। লোধা কমিটির সুপারিশ অনুযায়ী ২০২০-র জুলাইয়ে পদ ছাড়তে হবে সৌরভকে পদ ছাড়তে হবে। সৌরভ বলেন, এটাই আপাতত নিয়ম। সেটা আমাদের মেনে চলতে হবে।

Previous articleজুয়ার ঠেক থেকে আটক ব্যক্তির মৃত্যু, ফাঁড়িতে আগুন লাগাল উত্তেজিত জনতা
Next articleভয়ঙ্কর বিস্ফোরণে ধ্বংসস্তূপ দোতলা বাড়ির একটি অংশ, মৃত কমপক্ষে ১৫