25 লক্ষ টাকা ঘুষ নেওয়ায় শীর্ষ রাজস্ব-কর্তা CBI হেফাজতে

ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা DRI- এর অতিরিক্ত ডিরেক্টর জেনারেল চন্দ্র শেখরকে CBI গ্রেফতার করলো৷ চন্দ্র শেখর বর্তমানে লুধিয়ানার ADG-DRI পদে আছেন৷ 25 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে৷

এই ঘুষের টাকা যাঁর মাধ্যমে রাজস্ব-কর্তা চন্দ্রশেখরের হাতে গিয়েছিলো, গ্রেফতার হয়েছে সেই মিডলম্যান-ও। CBI-এর খবর, জেরায় ওই মিডলম্যানই জানিয়েছেন, ঘুষের টাকা তিনি পৌঁছে দিয়েছিলেন চন্দ্রশেখরের হাতে। মিডলম্যানের এই বয়ানের প্রেক্ষিতেই গ্রেফতার করা হয়েছে চন্দ্রশেখরকে৷ CBI-এর বক্তব্য, যে পরিমাণ ঘুষ চন্দ্রশেখরকে দেওয়া হয়েছে বলে প্রমাণ পাওয়া গিয়েছে, ঘুষের পরিমাণ তার চেয়ে অনেক বেশি৷ সব টাকা কয়েক কিস্তিতে দেওয়ার হয়েছে৷ তার মধ্যেই একটি কিস্তি এই 25 লক্ষ টাকার৷

Previous articleচন্দ্রযান-3 এ বছরেই পাড়ি দেবে, 2020-র প্রথম দিনেই ঘোষণা ISRO-র
Next articleরাজধানী’র ভাড়া 15 হাজার টাকা হওয়া উচিত, বোঝালেন প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়