অসমে বিস্ফোরণের দায় স্বীকার করল আলফা

সাধারণতন্ত্র দিবসের দিন একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছিল অসম।সোমবার সেই বিস্ফোরণের দায় স্বীকার করল আলফা জঙ্গিগোষ্ঠী।

কয়েক সপ্তাহ আগে উত্তরপূর্বের কয়েকটি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে  সাধারণতন্ত্র দিবস বয়কটের ডাক দিয়েছিল পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন আলফা (স্বাধীন)।তাদের দাবি সেই পরিকল্পনা অনুযায়ী এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

পুলিশ আধিকারিক পদ্মনাভ বড়ুয়া জানিয়েছেন, ডিগ্রুগড় জেলায় পর পর তিনটি বিস্ফোরণ ঘটে। এর মধ্যে একটি গ্রাহামবাজারে, একটি এটিট রোডে গুরুদ্বারের পাশে এবং আরেকটি স্থানীয় থানা থেকে মাত্র ১০০ মিটার দূরে দুলিয়াজন তিনিয়ালিতে।

 

 

 

 

 

Previous articleবলাগড়ে স্কুলছাত্রী খুন-ধর্ষণে ২ দোষীর ফাঁসির সাজা
Next articleমমতার মঞ্চে প্রাধান্য নতুনদের: “সিনিয়াররা জায়গা ছেড়ে দিয়েছে জুনিয়ারদের, এটাই তৃণমূলের সৌন্দর্য্য”