ফের ফিরছে পুরনো ৫০০-র নোট? গুজবে সরগরম বিমানবন্দর

তবে কি আবার ফিরছে পুরনো ৫০০-র নোট? জল্পনা চলছে কলকাতা বিমানবন্দরে। জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দরের কারেন্সি এক্সচেঞ্জ বুথ থেকে নাকি দেওয়া হয়েছে পুরনো-জাল পাঁচশো টাকার নোট। এই অভিযোগ করেন কানাডার এক পর্যটক। কিন্তু এই অভিযোগ খারিজ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

২৮ জানুয়ারি ব্যাংকক থেকে কলকাতা বিমানবন্দরে নামেন থমাস টালি। এরপর বিমানবন্দরের কারেন্সি এক্সচেঞ্জ বুথ থেকে তাঁকে দশটি পুরনো পাঁচশো টাকার নোট দেওয়া হয় বলে অভিযোগ থমাসের। দশটি নোটের মধ্যে আবার ২টি নোট জাল। থমাস বলেন, ‘আমি বিমানবন্দরে অভিযোগ জানাই। তাঁরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে বলেন, এখান থেকে কোনও ভুল হয়নি। আমিই অন্য কোনও জায়গা থেকে পুরনো নোট পেয়েছি। অথচ আমি বিমানবন্দর ছাড়া অন্য কোথাও নোট বদল করিনি ৷’

বিমানবন্দরে মৌখিক অভিযোগ জানিয়ে কোনও কাজ হয়নি বলে দাবি থমাসের। এবার তিনি লিখিতভাবে অভিযোগ জানাতে চান। বিমানবন্দর থানার তরফ থেকে জানান হয়েছে, অভিযোগ পেলে তারা তদন্তে নামবে।

আরও পড়ুন-বহিরাগতদের হাতে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে উত্তাল দিল্লির গার্গী কলেজ

Previous articleবহিরাগতদের হাতে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে উত্তাল দিল্লির গার্গী কলেজ
Next articleঅস্কার: সেরার সম্মানে সম্মানিত “জোকার” ফিনিক্স