ফাঁসি আটকাতে দেওয়ালে মাথা ঠুকে আহত হওয়ার চেষ্টা বিনয় শর্মার

সব আইনি আবেদন খারিজ হয়ে গিয়েছে। রাষ্ট্রপতিও প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছেন। আদালত 3 মার্চ ফাঁসির দিন ঠিক করেছে নির্ভয়াকাণ্ডের চার অপরাধীর। তারপরেই মরিয়া চেষ্টা হিসাবে নিজেকে গুরুতর অসুস্থ করার চেষ্টায় তিহাড় জেলের কুঠুরির দেওয়ালে মাথা ঠুকল ফাঁসির আসামী বিনয় শর্মা। জেল ম্যানুয়াল অনুযায়ী, ফাঁসির সময় শারীরিক ও মানসিকভাবে আসামীকে সুস্থ থাকতে হয়। না হলে মৃত্যুদণ্ড কার্যকর করা যায় না। সম্ভবত সেজন্য দেওয়ালে মাথা ঠুকে নিজেকে রক্তাক্ত ও অসুস্থ করার চেষ্টা চালিয়েছে বিনয় শর্মা। যদিও শেষপর্যন্ত কর্তৃপক্ষের তৎপরতায় বড় কিছু হয় নি। অল্পবিস্তর আঘাত পেলেও রক্তারক্তি কাণ্ড এড়ানো গিয়েছে বলে জেল সূত্রের খবর।

Previous articleশহরে ট্রামের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু
Next articleবন্ধুদের সঙ্গে আড্ডা আর “ইংলিশ মিডিয়ামে রিসেপশন” সৃজিত-মিথিলার