সিএএ-এনআরসি সমর্থন-বিরোধিতায় অগ্নিগর্ভ রাজধানী, মৃত বেড়ে ৯

রাজধানীতে সিএএ সংঘর্ষে মৃত বেড়ে হল ৯। নতুন করে উত্তপ্ত হয়েছে উত্তর-পূর্ব দিল্লির বেশ কিছু অঞ্চল। সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার সিএএ-র সমর্থক এবং বিরোধীদের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৯ জনের। এই তালিকায় নাম রয়েছে দিল্লি পুলিশের হেড কনস্টেবল রতন লালের।
গত তিন দিন ধরে সিএএ কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। ঘরে তালা ঝুলিয়ে অন্যত্র চলে গিয়েছেন অনেকে। ঘটনার সূত্রপাত জাফরাবাদ থেকে হলেও, তার রেশ ছড়িয়েছে মৌজপুর, গোকুলপুরী, চাঁদবাগ সহ উত্তর পূর্ব দিল্লিতে। মঙ্গলবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয় হেড কনস্টেবল রাতন লালকে।

আরও পড়ুন-দলের বিরুদ্ধে এ কী বললেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর

Previous articleবিরাটের দল নির্বাচন নিয়েই প্রশ্ন তুললেন কপিলদেব
Next articleফের হ্যাম রেডিও-র সৌজন্যে ঘরে ফিরলেন প্রৌঢ়