করোনায় ক্ষতিপূরণ দেওয়া থেকে পিছু হটলো মোদি সরকার

করোনা ভাইরাসে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া থেকে পিছু হটলো মোদি সরকার । শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছিল, সরকার মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে নতুন সার্কুলার জারি করা হয়েছে । সেখানে ক্ষতিপূরণের ধারাটি তুলে দেওয়া হয়েছে। এমনকি,
শনিবার কেন্দ্রের বিজ্ঞপ্তিতে করোনাকে বিপর্যয় বলে ঘোষণা করা হয়েছিল। যাঁরা করোনা সংক্রান্ত চিকিৎসা কিংবা উদ্ধার কাজে যুক্ত, তাঁদের মৃত্যুতেও আর্থিক সাহায্যের কথা বলা হয়েছিল।
নতুন ঘোষণায় কেন্দ্র জানিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীদের পরবর্তী ৩০ দিনে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে ।
কেন্দ্রের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, করোনা নিয়ে খরচ যেন স্টেট ডিজাস্টার রেনপন্স ফান্ডের বছরের খরচের ২৫ শতাংশের বেশি না হয়। সরঞ্জামের ব্যয় যেন স্টেট ডিজাস্টার রেনপন্স ফান্ডের বাৎসরিক খরচের ১০ শতাংশের বেশি না হয়। যদি তা হয়, তাহলে তার দায় বহন করতে হবে রাজ্য সরকারকেই।

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next articleকরোনাভাইরাস শনাক্তকরণে নতুন ওয়েবসাইট আনছে গুগল !