করোনার মাঝে ভূমিকম্প আতঙ্ক হিমাচলে

লকডাউন আর করোনা আতঙ্কের মাঝে আর এক বিপত্তি। ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচলপ্রদেশ। সোমবার হিমাচলের চাম্বা ভূমিকম্পে কেঁপে ওঠে। রবিবার রাতেও ভূমিকম্প হয়। মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৫, আর সোমবার ৩.৬। যদিও কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর নেই। গত শুক্রবার থেকে রাজ্যে ভূমিকম্প শুরু হয়। হিমাচলের এই চাম্বাতেই শুক্রবার ভূমিকম্প হয়। সেদিন রাতে পরপর পাঁচবার কম্পন হয়। যদিও রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল মাত্রা ছিল ৩-৪.৩। একদিকে করোনা, অন্যদিকে ভূমিকম্প, আতঙ্ক বাড়িয়েছে হিমাচলবাসীদের।

Previous articleশুধু কাগুজে লড়াই নয়, করোনার বিরুদ্ধে মাটিতে দাঁড়িয়ে লড়ছেন বহরমপুরের রবিনহুড অধীর চৌধুরী
Next articleবিনা চিকিৎসায় করোনা রোগীর মৃত্যু পাকিস্তানে, ভাইরাল ভিডিও