রেশন বন্টন নিয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি রাহুলের, কী বললেন তিনি?

লকডাউনে দলমত নির্বিশেষে যাতে গরিব মানুষ রেশন পায়, তা সুনিশ্চিত করতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। মুখ্যমন্ত্রীকে খোলা চিঠিতে রাহুল সিনহা অভিযোগ জানালেন, রাজ্যে ত্রাণ নিয়ে দলবাজি হচ্ছে। রাজনীতির রং দেখে দেওয়া হচ্ছে ত্রাণ।

এছাড়াও বাংলার যেসব মানুষজন কাজের প্রয়োজনে, চিকিৎসার প্রয়োজনে রাজ্যের বাইরে ছিলেন, তাঁদেরকে হয় পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনা হোক নতুবা যে রাজ্যে আছে সেখানে উপযুক্তভাবে খাওয়া থাকার বন্দোবস্ত করুক পশ্চিমবঙ্গ সরকার। কারণ, রাজ্যের সঙ্গে রাজ্যের সরাসরি কথা হলে কাজ খুব শীঘ্রই হবে।

রাহুল সিনহা আরও বলেন, “আমরা যতটা পেরেছি করছি। কিন্তু আমাদের পক্ষে পুরোটা করা সম্ভব না। তাই মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, তিনি যেন বিষয়টা দেখেন।”

এছাড়াও রাহুল সিনহা মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, “প্রধানমন্ত্রীর যোজনার তরফ থেকে যে সমস্ত ত্রাণ রাজ্যে আসছে সেখানে একটা ঘাটতি থেকে যাচ্ছে। অবিলম্বে আপনি হস্তক্ষেপ করে যথাযথভাবে যে সমস্ত জনগণ সমস্যায় আছে এই লকডাউন-এর প্রভাবে তাদেরকে অন্ন তুলে দিন।”

দেখুন ভিডিও…

Previous articleবাগবাজারে গ্যাস লিক, আতঙ্কে বাসিন্দারা
Next articleআর্থিক মন্দার প্রভাব পড়ছে না ভারত – চিনে! জানাল রাষ্ট্রসঙ্ঘ