করোনা-মোকাবিলায় কেন্দ্রের নতুন মোবাইল অ্যাপ ‘আরোগ্য সেতু’, চিকিৎসা পরামর্শও

করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকার নতুন এক ‘মোবাইল অ্যাপ’ চালু করেছে৷ এই অ্যাপের নাম ‘আরোগ্য সেতু’৷ এই ‘আরোগ্য সেতু’ মূলত সাধারন মানুষ এবং স্বাস্থ্য পরিষেবার মধ্যে যোগসূত্র রক্ষা করবে৷ এই অ্যাপের সাহায্যেই জানা যাবে ব্যবহারকারীর করোনা-আক্রান্ত হওয়ার আশঙ্কা কতখানি৷ একই সঙ্গে এই অ্যাপ জানাবে, আক্রান্ত হলে কী করা দরকার এবং প্রয়োজনে চিকিৎসা সংক্রান্ত পরামর্শও মিলবে৷

Previous articleকোথায় ভিড়? জানতে ড্রোনে নজরদারি
Next articleলকডাউনের জের: এবার ছাড় স্বাস্থ্য ও গাড়ির বিমায়